সন্দেহভাজন দুই আইএস সদস্য ৩ দিনের রিমান্ডে
ঢাকা, ২৫ মে: | প্রকাশ : ২৫ মে ২০১৫
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে আটক আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামালকে (৩০) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ রিমান্ড আবেদন করে।
উল্লেখ্য, ডিবি পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থেকে খালেদ মেহমুদ (৫০) নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই ডিএমপি এলাকা থেকে সন্দেহভাজন আইএস সদস্যদের আটক করা হয়।
সরকারকে উৎখাত করে খিলাফত প্রতিষ্ঠা সংক্রান্ত লিফলেটও জব্দ করা হয় তাদের কাছ থেকে।