মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের কম হলে আন্দোলন
ঢাকা, ২৫ মে: | প্রকাশ : ২৫ মে ২০১৫
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল সরকারের প্রতি কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বলেছেন, মেয়েদের ১৮ বছরের কম সময়ে বিয়ের আইন পাস হলে তার প্রতিবাদে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মেয়েদের বিয়ের বয়স ১৮ না রাখলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তিনি।
সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ মেয়েদের বিয়ের বয়স ১৮ বহাল রাখার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, আমাদের দাবি মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ এবং ছেলেদের বিয়ের বয়স ২১ রাখতে হবে। এ ব্যাপারে সরকার কোনরকম দ্বিধা-দ্বন্দ্ব করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
শিগগিরই এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়ার কথা বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নারীনেত্রী জাকিয়া কে হাসান, ফিরোজা হক প্রমুখ।