jugantor
গাজীপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

  গাজীপুর প্রতিনিধি  

০৬ নভেম্বর ২০১৫, ১২:৩৬:২৯  | 

গাজীপুরে নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার পালকি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বামী সোলাইমান ওরফে সোহেলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি বাহ্মণবাড়িয়ায়। পুলিশ স্ত্রী সাজেদা বেগমকে (২২) আটক করেছে। সাজেদা কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায় মাজহারুল ইসলামের মেয়ে।
ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সাজেদা বেগম তার নানীর সাথে গাজীপুর সিটি করপোরেশনের ছয়াদানা এলাকায় হারিকেন ফ্যাক্টরীর কাছে ভাড়া বাসায় থাকেন। তিনি ভোগড়া এলাকার কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করেন।
কারখানায় যাওয়া আসার পথে সোহেল তাকে প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দেন। গত ৩ নভেম্বর তারা বিয়ে (কোর্ট ম্যারিজ) করেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে কারখানা ছুটির পর সাজেদা কারখানা গেটে বের হলে সোহেল তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে পালকি আবাসিক হোটেলে ওঠে।
সেখানে তাদের মধ্যে কলহের এক পর্যায়ে রাত পৌনে দুইটার দিকে সাজেদা ব্লেট দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছন্ন করে ফেলেন। হোটেলের রুমে চিৎকার-চেচামেচি শুরু হলে হোটেলের লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাজেদাকে আটক করে। সোহেলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
                
 

সাবমিট

গাজীপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

 গাজীপুর প্রতিনিধি 
০৬ নভেম্বর ২০১৫, ১২:৩৬ পিএম  | 

গাজীপুরে নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার পালকি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বামী সোলাইমান ওরফে সোহেলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি বাহ্মণবাড়িয়ায়। পুলিশ স্ত্রী সাজেদা বেগমকে (২২) আটক করেছে। সাজেদা কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায় মাজহারুল ইসলামের মেয়ে।
ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সাজেদা বেগম তার নানীর সাথে গাজীপুর সিটি করপোরেশনের ছয়াদানা এলাকায় হারিকেন ফ্যাক্টরীর কাছে ভাড়া বাসায় থাকেন। তিনি ভোগড়া এলাকার কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করেন।
কারখানায় যাওয়া আসার পথে সোহেল তাকে প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দেন। গত ৩ নভেম্বর তারা বিয়ে (কোর্ট ম্যারিজ) করেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে কারখানা ছুটির পর সাজেদা কারখানা গেটে বের হলে সোহেল তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে পালকি আবাসিক হোটেলে ওঠে।
সেখানে তাদের মধ্যে কলহের এক পর্যায়ে রাত পৌনে দুইটার দিকে সাজেদা ব্লেট দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছন্ন করে ফেলেন। হোটেলের রুমে চিৎকার-চেচামেচি শুরু হলে হোটেলের লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাজেদাকে আটক করে। সোহেলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
                
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র