কোম্পানীগঞ্জে স্বজনদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
যুগান্তর ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ২২:১১:৪৯ | অনলাইন সংস্করণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে যুগান্তর অফিস কার্যালয়ে ওই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তরের সাবেক প্রতিনিধি আমেরিকা প্রবাসী মো. জাফর উল্যার সভাপতিত্বে, যুগান্তর স্বজন সমাবেশ সভাপতি শওকত আজিম জাবেদের সঞ্চালনায় ও যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুর মোহাম্মদ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা নোয়াখালী কণ্ঠের সম্পাদক মঈন উদ্দিন আহমেদ সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুল হালিম রকি, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, সদস্য আবু বকর ছিদ্দিক, নিজাম উদ্দিন বাদশা, জসিম উদ্দিন অনিক, মো. রাকিবুল ইসলাম ফাহিম, মো. জোবায়ের হোসেন হৃদয় প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মহি উদ্দিন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোম্পানীগঞ্জে স্বজনদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে যুগান্তর অফিস কার্যালয়ে ওই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তরের সাবেক প্রতিনিধি আমেরিকা প্রবাসী মো. জাফর উল্যার সভাপতিত্বে, যুগান্তর স্বজন সমাবেশ সভাপতি শওকত আজিম জাবেদের সঞ্চালনায় ও যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুর মোহাম্মদ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা নোয়াখালী কণ্ঠের সম্পাদক মঈন উদ্দিন আহমেদ সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুল হালিম রকি, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, সদস্য আবু বকর ছিদ্দিক, নিজাম উদ্দিন বাদশা, জসিম উদ্দিন অনিক, মো. রাকিবুল ইসলাম ফাহিম, মো. জোবায়ের হোসেন হৃদয় প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মহি উদ্দিন।