দাদুভাই কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৯:০৩:৩০ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাদুভাইয়ের সেরা স্বজন সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন প্রধান অতিথি ও দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম। তিনি বলেন, দাদুভাই আমার অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি সৃষ্টিশীলতা ও কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। সাহিত্যের প্রাণ হলো কবিতা, আর ছড়া হলো জননী। জননীর মৃত্যু নেই; ঠিক তেমনি ছড়াকারদেরও মৃত্যু নেই। রফিকুল ইসলাম দাদুভাইও আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদের হাট অগ্রদূত শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি আওলাদ হোসেন জসিম, মুক্তাগাছার যুগান্তর প্রতিনিধি মো. সোহেল রানা, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহ-সভাপতি আব্দুল মালেক, শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দাদুভাই কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন
ময়মনসিংহে ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাদুভাইয়ের সেরা স্বজন সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন প্রধান অতিথি ও দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম। তিনি বলেন, দাদুভাই আমার অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি সৃষ্টিশীলতা ও কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। সাহিত্যের প্রাণ হলো কবিতা, আর ছড়া হলো জননী। জননীর মৃত্যু নেই; ঠিক তেমনি ছড়াকারদেরও মৃত্যু নেই। রফিকুল ইসলাম দাদুভাইও আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদের হাট অগ্রদূত শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি আওলাদ হোসেন জসিম, মুক্তাগাছার যুগান্তর প্রতিনিধি মো. সোহেল রানা, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহ-সভাপতি আব্দুল মালেক, শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা প্রমুখ।