Logo
Logo
×

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৮, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মুক্তাগাছায় পৌর পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী

ময়মনসিংহ ব্যুরো ও মুক্তাগাছা প্রতিনিধি

দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগারের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। পরে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এসএম জাকারিয়া হারুন, ইউএনও সুবর্ণা সরকার, পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কাসেম, মুক্তিযোদ্ধা আ ফ ম ইয়াহিয়া খান, জামাল উদ্দিন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বারহাট্টায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা বারহাট্টায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নে বড়ি গ্রামের সামনের মাকরা বিলের পানিতে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন ওই বিলে মাছ ধরতে গেলে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজনগরে যুবকের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে অভিমান করে কীটনাশক পানে আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শিবু কর্মকার (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে ঘর পোড়ানোর অভিযোগ এনে ৩১ ডিসেম্বর একই এলাকার নিরঞ্জন কর্মকার রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিমান করে শিবু কর্মকার ৫ জানুয়ারি কীটনাশক পান করেন।

কমলগঞ্জে ‘অদ্বিতীয়া নাটরঙ্গ’ আজ শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

‘মাতঙ্গী সনে মাতো জীবন রঙ্গে’- এ স্লোগানে ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে ‘অদ্বিতীয়া নাটরঙ্গ’ পরিবেশিত হবে। ১০ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এর পরপরই সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে হারুন রশীদের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় রোজী সিদ্দিকীর একক অভিনয়ে নাটক ‘পঞ্চরানী আখ্যান’। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাইকেল মধুসূদন দত্তের কাব্য ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে শুভাশিষ সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় মনিপুরী থিয়েটারের জ্যোতি সিনহার একক অভিনয়ে পরিবেশন হবে ‘কহে বীরাঙ্গনা’ নাটক।

ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে ২ লাখ ভারতীয় রুপিসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) এক হুন্ডি ব্যবসায়ী ও তার অপর এক সহযোগীসহ মঙ্গলবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের বিল্লাল হোসেন ও রাশিদ মিয়া।

চাঁদপুরে বিষপানে রাজমিস্ত্রির আত্মহত্যা

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে ইউনুছ মিয়াজী (৩৮) নামে এক রাজমিস্ত্রি বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণপুর চাপাতলি গ্রামের মিয়াজীবাড়িতে এ ঘটনা ঘটে। ইউনুছ ওই বাড়ির হানিফ মিজির ছেলে।

কুলাউড়ায় কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া উপজেলায় এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও অপরণের মূল হোতাকে আটক ও অপহৃতা কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা গেছে, রোববার বাড়ির পাশ থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় মৃত মনাই মিয়ার ছেলে বদরুল ইসলাম। অপহৃতা ছাত্রীর ভাই আশরাফ আহমদ সাব্বির এ ঘটনায় বদরুল ইসলামকে প্রধান আসামি করে দু’জনের নামোল্লেখ ও অপর তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

সাতকানিয়ায় জামায়াত কর্মীসহ ৪ জন গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত কর্র্মীসহ ৪ জন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়ার আবদুল্লাহ আল ফারুক, মো. ফারুক। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, অস্ত্র-আইন, এলাকার ত্রাস সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা গ্রামের শাহাদাত, ফরহাদ, গোয়াজারপাড়ার জাবেদকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সেনাবাহিনী সাভার অঞ্চলের পক্ষ থেকে গবাদিপশু ও হাস-মুরগির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হয়। মঙ্গলবার সকালে কর্নেল এসএম আজিজুল করিম হুসাইনি আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য, লে. কর্নেল রেজাউল করিম পিএসসি, মেজর মুক্তারুজ্জামান, মেজর প্রণব কান্তি সাহা, ক্যাপটেন পিয়াস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম