চট্টগ্রামে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে যৌন হয়রানির অভিযোগে জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার রাতে থানার শিকলবাহা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হলেও শনিবার বিষয়টি জানাজানি হয়। ভিকটিম শিশুর বাবা-মা কুমিল্লায় তাদের গ্রামের বাড়িতে গেলে ঘরে একা পেয়ে যৌন হয়রানি করেছে বলে এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেফতার হওয়া জসিম উদ্দিন কুমিল্লা জেলার বাসিন্দা মৃত আবদুল মান্নানের ছেলে।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার নগরীর কর্ণফুলী সেতুর টোল প্লাজা সংলগ্ন কর্ণফুলী গার্ডেনের পাশে রাতেই ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ জসিমকে গ্রেফতার করে। তবে আসামি জসিম মাদক ব্যবসায়ী কিনা এ বিষয়ে জানা নেই বলে জনান ওসি।