Logo
Logo
×

ব্যাংক

রিজার্ভ আরও বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

রিজার্ভ আরও বাড়ল

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।দেশের মোট রিজার্ভ বেড়ে ২৬.৫১ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ হাজার ৫১৫.৯৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ এখন ২১ হাজার ১৭৫ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

গত ৮ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ১ হাজার ৯৭০ কোটি ডলারে নেমেছিল। এরপর থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে।

সূত্র জানায়, রিজার্ভ বাড়ার অন্যতম কারণ হচ্ছে, রপ্তানি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধি। পাশাপাশি আমদানি ব্যয় নিয়ন্ত্রণ। তবে গত সরকারের আমলে স্থগিত করা বৈদেশিক ঋণ পরিশোধের চাপ এখনও রয়ে গেছে। যে কারণে রিজার্ভ বাড়ার গতি খুব ধীর।

এর আগে গত ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ হাজার ৩৮৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। আর আইএমএফ’র হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ২১ হাজার ১১৪ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আইএমএফ’র হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, আইএমএফ’র ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল- নেট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আমাদের রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে।আইএমএফ’র শর্ত জুনের মধ্যে পূরণ হবে- এমন প্রত্যাশার কথাও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম