অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
* আচ্ছা ভাই, মোট ৩টি আম ৩৫টি গ্রামে সমান ভাগ করে দেখান তো দেখি?
আর এম নোমান, কর্ণফুলী, চট্টগ্রাম।
একটা আপনার গ্রামে, একটা চৌদ্দগ্রামে এবং বাকিটা কুড়িগ্রামে পাঠিয়ে দিন।
* আচ্ছা মানুষ গাধা হয়, কিন্তু গাধা কখনো মানুষ হয় না কেন বলতে পারবেন?
জায়েদ হাসান, ঢাকা কলেজ।
হয় তো! শিক্ষকরা তো প্রায়ই বলেন, কত গাধা পিটিয়ে মানুষ করে ফেললাম!
* বিয়ের রাতে বউ এসে শ্বশুরবাড়ি থাকে, তবে বর কেন শ্বশুরবাড়ি গিয়ে থাকে না?
রোমানুর রোমান, চারতলা মোড়, রংপুর।
কী যে বলেন! বর-বউ দু’জন যদি দু’জায়গায় থাকে তবে ঝগড়া করবে কীভাবে?
* আচ্ছা, অভাবে স্বভাব নষ্ট হলে ভালো স্বভাবে অভাব দূর হয় না কেন বলুন তো?
মো. সেকান্দার মোলা, লোহাগড়া, নড়াইল।
আজকাল ভালো স্বভাবের লোকজনকে নষ্ট স্বভাবের লোকরা নিয়ন্ত্রণ করে তো তাই!
* আজকাল বাজার করতে গেলেই আমার মাথা গরম হয়ে যায় কেন, বলতে পারবেন?
রইসুল কবির, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
মাথা যখন গরম হয়ে যায়, এখন থেকে এসি আছে এমন দোকানে বাজার করবেন।
মহা অবান্তর প্রশ্ন
* আমার কেবল ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে, অথচ কোনো কাজ করতে ইচ্ছে করে না। কী করি বলুন তো?
মো. মহি উদ্দিন, মতলব, চাঁদপুর।
ব্যাগ ট্যাগ নিয়ে শ্বশুরবাড়িতে উঠে যান। ভালো ভালো খাবেন আর আরাম করবেন। কিন্তু বেশিদিন থাকলে পরিণতি কী হবে সে সম্পর্কে কোনো পরামর্শ দিতে পারছি না বএল দুঃখিত!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
* আচ্ছা ভাই, মোট ৩টি আম ৩৫টি গ্রামে সমান ভাগ করে দেখান তো দেখি?
আর এম নোমান, কর্ণফুলী, চট্টগ্রাম।
একটা আপনার গ্রামে, একটা চৌদ্দগ্রামে এবং বাকিটা কুড়িগ্রামে পাঠিয়ে দিন।
* আচ্ছা মানুষ গাধা হয়, কিন্তু গাধা কখনো মানুষ হয় না কেন বলতে পারবেন?
জায়েদ হাসান, ঢাকা কলেজ।
হয় তো! শিক্ষকরা তো প্রায়ই বলেন, কত গাধা পিটিয়ে মানুষ করে ফেললাম!
* বিয়ের রাতে বউ এসে শ্বশুরবাড়ি থাকে, তবে বর কেন শ্বশুরবাড়ি গিয়ে থাকে না?
রোমানুর রোমান, চারতলা মোড়, রংপুর।
কী যে বলেন! বর-বউ দু’জন যদি দু’জায়গায় থাকে তবে ঝগড়া করবে কীভাবে?
* আচ্ছা, অভাবে স্বভাব নষ্ট হলে ভালো স্বভাবে অভাব দূর হয় না কেন বলুন তো?
মো. সেকান্দার মোলা, লোহাগড়া, নড়াইল।
আজকাল ভালো স্বভাবের লোকজনকে নষ্ট স্বভাবের লোকরা নিয়ন্ত্রণ করে তো তাই!
* আজকাল বাজার করতে গেলেই আমার মাথা গরম হয়ে যায় কেন, বলতে পারবেন?
রইসুল কবির, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
মাথা যখন গরম হয়ে যায়, এখন থেকে এসি আছে এমন দোকানে বাজার করবেন।
মহা অবান্তর প্রশ্ন
* আমার কেবল ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে, অথচ কোনো কাজ করতে ইচ্ছে করে না। কী করি বলুন তো?
মো. মহি উদ্দিন, মতলব, চাঁদপুর।
ব্যাগ ট্যাগ নিয়ে শ্বশুরবাড়িতে উঠে যান। ভালো ভালো খাবেন আর আরাম করবেন। কিন্তু বেশিদিন থাকলে পরিণতি কী হবে সে সম্পর্কে কোনো পরামর্শ দিতে পারছি না বএল দুঃখিত!