আপনি একটা গরু!
*
শিক্ষক : আমি ইংরেজিতে একটা বাক্য বলব। তুই বাংলায় সেটা অনুবাদ করে বলবি।
ছাত্র : ঠিক আছে স্যার, বলুন।
শিক্ষক : আই অ্যাম এ কাউ!
ছাত্র : স্যার, আপনি একটা গরু!
*
ছেলে : মা মা, হাত থেকে পড়ে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে।
মা : জলদি গিয়ে ভিক্ষুককে একশ টাকা দিয়ে আয়।
ছেলে : কেন মা, ভিক্ষুককে টাকা দেব কেন?
মা : কারণ এতদিনে আমার মনের আশা পূরণ হয়েছে তাই!
*
রোগী : ডাক্তার সাহেব, আপনার দেওয়া এ ওষুধটা সারা শহর খুঁজেও পেলাম না!
ডাক্তার : পাওয়ার কথাও না! আমি তো ওষুধের নাম লিখতেই ভুলে গেছি, ওটা আমার স্বাক্ষর!
*
প্রথম বন্ধু : কী রে, একটু আগেও তোকে দেখলাম ফুরফুরে মেজাজে। এখন দেখছি মুখ ব্যাজার করে বসে আছিস। ঘটনাটা কী?
দ্বিতীয় বন্ধু : আরে মোবাইলে একের পর এক ‘আই লাভ ইউ’ মেসেজ আসতে দেখে খুব খুশি হয়েছিলাম। এখন দেখি ভুল করে বাসা থেকে বউয়ের মোবাইল নিয়ে চলে এসেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আপনি একটা গরু!
*
শিক্ষক : আমি ইংরেজিতে একটা বাক্য বলব। তুই বাংলায় সেটা অনুবাদ করে বলবি।
ছাত্র : ঠিক আছে স্যার, বলুন।
শিক্ষক : আই অ্যাম এ কাউ!
ছাত্র : স্যার, আপনি একটা গরু!
*
ছেলে : মা মা, হাত থেকে পড়ে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে।
মা : জলদি গিয়ে ভিক্ষুককে একশ টাকা দিয়ে আয়।
ছেলে : কেন মা, ভিক্ষুককে টাকা দেব কেন?
মা : কারণ এতদিনে আমার মনের আশা পূরণ হয়েছে তাই!
*
রোগী : ডাক্তার সাহেব, আপনার দেওয়া এ ওষুধটা সারা শহর খুঁজেও পেলাম না!
ডাক্তার : পাওয়ার কথাও না! আমি তো ওষুধের নাম লিখতেই ভুলে গেছি, ওটা আমার স্বাক্ষর!
*
প্রথম বন্ধু : কী রে, একটু আগেও তোকে দেখলাম ফুরফুরে মেজাজে। এখন দেখছি মুখ ব্যাজার করে বসে আছিস। ঘটনাটা কী?
দ্বিতীয় বন্ধু : আরে মোবাইলে একের পর এক ‘আই লাভ ইউ’ মেসেজ আসতে দেখে খুব খুশি হয়েছিলাম। এখন দেখি ভুল করে বাসা থেকে বউয়ের মোবাইল নিয়ে চলে এসেছি।