অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বলুন তো, বিড়াল যদি বাঘের মাসি হয়, তাহলে টিকটিকি কেন কুমিরের মাসি নয়?
আশিক রাসেল
শেরপুর সদর, শেরপুর।
কুমিরের মা এক বাপের এক সন্তান! তার আর কোনো ভাই-বোন নাই তো তাই!
আমরা জানি, কান টানলে মাথা আসে। কিন্তু মন টানলে সে
আসে না কেন?
শফিকুল মুহাম্মদ ইসলাম
কলমাকান্দা, নেত্রকোনা।
কারণ সে মনটা আপনাকে না দিয়ে অন্য একজনকে দিয়ে দিয়েছে তো তাই!
আচ্ছা, দুনিয়ায় এতো জ্ঞানী
লোক থাকতে আমরা আপনাকে কেন প্রশ্ন করি?
রিয়াদ হোসেন
সরকারি বিএল কলেজ, খুলনা।
বোঝেন এবার, আপনাদের জ্ঞান কত কম! এখন থেকে সঠিক
স্থানে প্রশ্ন করবেন।
বই পড়ে কম্পিউটার চালানো
শেখা গেলে গাড়ি চালানো
শেখা যায় না কেন?
সৈয়দ আশরাফুল ইসলাম
খিলগাঁও, ঢাকা।
সবকিছু বই পড়ে শিখতে গেলে বইয়ের ওপর বাড়তি চাপ পড়ে। বইয়েরও তো একটু রেস্ট দরকার তাই!
মহা অবান্তর প্রশ্ন
অবান্তর প্রশ্ন করতে অনেক চিন্তা-ভাবনা করতে হয়। যেটাই মাথায় আসে দেখি সেটা করা হয়ে
গেছে। এখন কী করি?
শফিকুল মুহাম্মদ ইসলাম, কলমাকান্দা, নেত্রকোনা।
আরও বেশি বেশি চিন্তা করুন। এভাবে চিন্তা করতে করতে একদিন আপনি দেশসেরা চিন্তাবিদ হয়ে যাবেন! আপনাকে অগ্রিম অভিনন্দন!
প্রশ্ন পাঠান এই ঠিকানায় :
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বলুন তো, বিড়াল যদি বাঘের মাসি হয়, তাহলে টিকটিকি কেন কুমিরের মাসি নয়?
আশিক রাসেল
শেরপুর সদর, শেরপুর।
কুমিরের মা এক বাপের এক সন্তান! তার আর কোনো ভাই-বোন নাই তো তাই!
আমরা জানি, কান টানলে মাথা আসে। কিন্তু মন টানলে সে
আসে না কেন?
শফিকুল মুহাম্মদ ইসলাম
কলমাকান্দা, নেত্রকোনা।
কারণ সে মনটা আপনাকে না দিয়ে অন্য একজনকে দিয়ে দিয়েছে তো তাই!
আচ্ছা, দুনিয়ায় এতো জ্ঞানী
লোক থাকতে আমরা আপনাকে কেন প্রশ্ন করি?
রিয়াদ হোসেন
সরকারি বিএল কলেজ, খুলনা।
বোঝেন এবার, আপনাদের জ্ঞান কত কম! এখন থেকে সঠিক
স্থানে প্রশ্ন করবেন।
বই পড়ে কম্পিউটার চালানো
শেখা গেলে গাড়ি চালানো
শেখা যায় না কেন?
সৈয়দ আশরাফুল ইসলাম
খিলগাঁও, ঢাকা।
সবকিছু বই পড়ে শিখতে গেলে বইয়ের ওপর বাড়তি চাপ পড়ে। বইয়েরও তো একটু রেস্ট দরকার তাই!
মহা অবান্তর প্রশ্ন
অবান্তর প্রশ্ন করতে অনেক চিন্তা-ভাবনা করতে হয়। যেটাই মাথায় আসে দেখি সেটা করা হয়ে
গেছে। এখন কী করি?
শফিকুল মুহাম্মদ ইসলাম, কলমাকান্দা, নেত্রকোনা।
আরও বেশি বেশি চিন্তা করুন। এভাবে চিন্তা করতে করতে একদিন আপনি দেশসেরা চিন্তাবিদ হয়ে যাবেন! আপনাকে অগ্রিম অভিনন্দন!
প্রশ্ন পাঠান এই ঠিকানায় :
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com