অন্যদের বনাম বন্ধুদের চোখ
০০০ আপনি খুব ভালো একটা পোস্ট দিলেন।
* সবাই খুব সুনাম করবে, প্রশংসা করবে।
* বন্ধুরা কমেন্ট করে, কোথা থেকে কপি করছিস?
০০০ আপনি একটা দামি পুরস্কার পেলেন।
* সবাই শুভকামনা জানাবে।
* বন্ধুরা বলবে, কয় টাকা ঘুস দেওয়া লাগছে?
০০০ আপনি গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে ছবি দিলেন।
* সবাই বলবে দুইজনকে সুন্দর লাগছে।
* বন্ধুরা বলবে, তোর পাশে দাঁড়াইলে তোর গার্লফ্রেন্ডকে আরও বেশি সুন্দর লাগে।
০০০ আপনি একটা গান বা কবিতা আপলোড দিলেন।
* সবাই বলবে কী সুন্দর গলা, দারুণ হয়েছে।
* বন্ধুরা বলবে, বাহ! কাকের চেয়ে ভালো হয়েছে।
০০০ আপনি নতুন একটা ড্রেসের ছবি দিলেন।
* সবাই বলবে, ভালো হয়েছে। কোথা থেকে কিনেছেন?
* বন্ধুরা বলবে, কোন ফুটপাত থেকে নিয়েছিস?
০০০ আপনি অসুস্থতার খবর দিয়ে পোস্ট করলেন।
* সবাই আফসোস করবে, সহমর্মিতা জানাবে।
* বন্ধুরা বলবে, কীসের অসুস্থ! তোরে তো মাত্র দেখলাম গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অন্যদের বনাম বন্ধুদের চোখ
০০০ আপনি খুব ভালো একটা পোস্ট দিলেন।
* সবাই খুব সুনাম করবে, প্রশংসা করবে।
* বন্ধুরা কমেন্ট করে, কোথা থেকে কপি করছিস?
০০০ আপনি একটা দামি পুরস্কার পেলেন।
* সবাই শুভকামনা জানাবে।
* বন্ধুরা বলবে, কয় টাকা ঘুস দেওয়া লাগছে?
০০০ আপনি গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে ছবি দিলেন।
* সবাই বলবে দুইজনকে সুন্দর লাগছে।
* বন্ধুরা বলবে, তোর পাশে দাঁড়াইলে তোর গার্লফ্রেন্ডকে আরও বেশি সুন্দর লাগে।
০০০ আপনি একটা গান বা কবিতা আপলোড দিলেন।
* সবাই বলবে কী সুন্দর গলা, দারুণ হয়েছে।
* বন্ধুরা বলবে, বাহ! কাকের চেয়ে ভালো হয়েছে।
০০০ আপনি নতুন একটা ড্রেসের ছবি দিলেন।
* সবাই বলবে, ভালো হয়েছে। কোথা থেকে কিনেছেন?
* বন্ধুরা বলবে, কোন ফুটপাত থেকে নিয়েছিস?
০০০ আপনি অসুস্থতার খবর দিয়ে পোস্ট করলেন।
* সবাই আফসোস করবে, সহমর্মিতা জানাবে।
* বন্ধুরা বলবে, কীসের অসুস্থ! তোরে তো মাত্র দেখলাম গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে!