একগুচ্ছ কৌতুক
বনি : বুঝলি বন্ধু, সুন্দরী এক মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর তাকে ভালোবাসি না।
মিঠু : কেন বাসিস না?
বনি : মেয়েটা কানে খুব কম শোনে।
মিঠু : তাই নাকি! কী করে বুঝলি সেটা?
বনি : আমি তাকে বললাম, ‘আমি তোমাকে ভালোবাসি।’ আর ও বলল, ‘আমার পায়ের স্যান্ডেলটা কিন্তু নতুন!’ এবার বোঝ অবস্থা!
***
ছেলে : আমি তোমাকে ভালোবাসি। এখন এ কথাটা তুমি আমাকে বলো।
মেয়ে : আমি এখন কথাটা স্যারকে গিয়ে বলব।
ছেলে : আরে বোকা, স্যারকে বলে কোনো লাভ নেই।
মেয়ে : কেন?
ছেলে : স্যারের তো বিয়ে হয়ে গেছে!
***
ফাইভ স্টার হোটেলের বলরুমে মডার্ন আর্ট এক্সিবিশন নামে এক শিল্পকর্ম প্রদর্শনীতে হাজির হয়েছে রানা। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে সে দাঁড়িয়ে পড়ল। তারপর শিল্পীকে বলল, ‘তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষও দুনিয়াতে আছে নাকি? কোথা থেকে যে এসব ছবি আঁকেন বুঝি না!
শিল্পী: জি না জনাব, এটা আমাদের মডার্ন আর্টের নমুনা না। আপনি আসলে হোটেলের আয়নার সামনে দাঁড়িয়ে আছেন! আয়নার সামনে থেকে একটু সরে তারপর দেখুন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একগুচ্ছ কৌতুক
বনি : বুঝলি বন্ধু, সুন্দরী এক মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর তাকে ভালোবাসি না।
মিঠু : কেন বাসিস না?
বনি : মেয়েটা কানে খুব কম শোনে।
মিঠু : তাই নাকি! কী করে বুঝলি সেটা?
বনি : আমি তাকে বললাম, ‘আমি তোমাকে ভালোবাসি।’ আর ও বলল, ‘আমার পায়ের স্যান্ডেলটা কিন্তু নতুন!’ এবার বোঝ অবস্থা!
***
ছেলে : আমি তোমাকে ভালোবাসি। এখন এ কথাটা তুমি আমাকে বলো।
মেয়ে : আমি এখন কথাটা স্যারকে গিয়ে বলব।
ছেলে : আরে বোকা, স্যারকে বলে কোনো লাভ নেই।
মেয়ে : কেন?
ছেলে : স্যারের তো বিয়ে হয়ে গেছে!
***
ফাইভ স্টার হোটেলের বলরুমে মডার্ন আর্ট এক্সিবিশন নামে এক শিল্পকর্ম প্রদর্শনীতে হাজির হয়েছে রানা। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে সে দাঁড়িয়ে পড়ল। তারপর শিল্পীকে বলল, ‘তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষও দুনিয়াতে আছে নাকি? কোথা থেকে যে এসব ছবি আঁকেন বুঝি না!
শিল্পী: জি না জনাব, এটা আমাদের মডার্ন আর্টের নমুনা না। আপনি আসলে হোটেলের আয়নার সামনে দাঁড়িয়ে আছেন! আয়নার সামনে থেকে একটু সরে তারপর দেখুন।