একগুচ্ছ কৌতুক

 গ্রন্থনা : রাফিয়া আক্তার 
১৭ আগস্ট ২০২২, ০৯:১৫ পিএম  |  অনলাইন সংস্করণ


দুই মাতাল পাশাপাশি হাঁটছে। প্রথম মাতাল বলল, ‘দোস্ত, কয়টা বাজেরে?’ জবাবে দ্বিতীয় মাতাল বলল, ‘দাঁড়া, শুইনা লই।’ বলেই এক বাড়িতে ঢিল ছুড়ল দ্বিতীয় মাতাল। সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে এক মহিলা বের হয়ে চেঁচিয়ে বলল, ‘হারামির দল, রাত তিনটা বাজে। এখনো তোরা ঘুমাসনি!’
দ্বিতীয় বন্ধু মুচকি হেসে বলল, ‘শুনলি তো কয়টা বাজে!’
*
বউ : তুমি কাল রাতে আবার মদ খেয়েছ?
স্বামী : কই না তো! 
বউ : খবরদার মিথ্যা বলবে না। মদ না খেলে কাল রাতে বাসায় ফিরে কলের ধারে বসে কেন বলছিলে, আর কাঁদিস না ভাই, সব ঠিক হয়ে যাবে!
*
প্রথম ভিক্ষুক : আমি যদি ৫ কোটি টাকা পেতাম তাহলে একটা শপিং মল দিতাম।
দ্বিতীয় ভিক্ষুক : শপিং মল দিয়ে কী করতি?
প্রথম ভিক্ষুক : কেন, শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন