আমরা যেমন আছি

 লেখা : সোহানুর রহমান অনন্ত, আঁকা : কাওছার মাহমুদ 
২৪ আগস্ট ২০২২, ০৬:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

ঘটক : ডাক্তার-ইঞ্জিনিয়ার পোলার প্রস্তাব আনলাম, আর আপনি বলতাছেন তারচেয়েও প্রতিষ্ঠিত পোলা পেয়ে গেছেন! তা সে কী করে?
পাত্রীর বাবা : পোলা বর্তমানে বাজারে এগিয়ে থাকা ডিম ব্যবসায়ী। এমন হীরের টুকরা পোলা হাতছাড়া করি ক্যামনে?
***
জামাই : এ রাতের বেলা তুলার বস্তা নিয়া মেয়ের বাসায় বেড়াতে এলেন! কিন্তু এত তুলা দিয়া আমরা কী করব শ্বশুর আব্বা?
শ্বশুর : বেকুব জামাই, তুলার বস্তায় লুকাইয়া এক বোতল তেল আর দুই ডজন ডিম আনছি। এসব জিনিস খোলাখুলি আনতে গেলে ছিনতাই হওয়ার চান্স আছে!
***
বাড়িওয়ালা : মানুষ আসে বাসা ভাড়া নিতে, আর আপনি বলছেন ছাদ ভাড়া নিবেন! এমন খোলা ছাদ ভাড়া নিয়ে করবেনটা কী শুনি?
২য় জন : জিনিসপত্রের যা দাম, ভাবতাছি ছাদ ভাড়া নিয়া ধান আর সবজির চাষ করুম। গরিবের পেট তো চালাতে হবে!
***
কর্মী : বস, এই টাকায় তো আর চলতে পারতাছি না। বেতনটা একটু বাড়িয়ে দেন।
বস : কাজ না করে সারাদিন বেতন বাড়ানোর চিন্তায় ব্যস্ত থাক! কাজই যখন ঠিকমতো কর না, বেতন তো আরও কমানো উচিত!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন