শীতের কৌতুক
প্রেমিক : আচ্ছা জান, বলো তো কী করলে তুমি বিশ্বাস করবে, আমি সত্যি তোমাকে ভালোবাসি?
প্রেমিকা : বেশি কিছু না, মাত্র দুটি কফি অর্ডার দাও। একটি হট এবং অন্যটি কোল্ড কফি উইথ বরফ কুচি।
প্রেমিক : এই শীতে একটা কোল্ড কফি কেন! দুটোই হট নিই?
প্রেমিকা : না, একটা হট আর একটা কোল্ড। হট কফিটা আমার জন্য, আর কোল্ড কফিটা তুমি খাবে।
কোল্ড কফিটা খেয়ে শেষ করতে পারলে আমি বুঝে নেবো, সত্যিই তুমি আমাকে ভালোবাস।
প্রেমিক : অসম্ভব! আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। অন্য কিছু নয়!
*
শীতের রাতে নিঃসঙ্গ পথিকের পথ আগলে ধরল এক ছিনতাইকারী, ‘যা আছে বাইর র্ক দেখছস, কত্ত বড় চাকু!’
পথিক : ভাই, আজকাল তো অফারের যুগ! একটা অফার অন্তত দেন।
ছিনতাইকারী : অফার! আচ্ছা যা, একটা অফার তোকে দিচ্ছি। এই যে সামনে পুকুরটা দেখছিস এই পুকুরে নেমে পরপর সাতটা ডুব দিবি। তাহলে তোকে ছেড়ে দেবো।
পথিক : কী যে বলেন ভাই, এরচেয়ে আপনার প্রথম অফারটাই অনেক ভালো। নিন, আমার কাছে যা আছে সবকিছু আপনি নিয়ে যান!
গ্রন্থনা : শবনম সুলতানা
শীতের কৌতুক
অনলাইন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪:৫৪ | অনলাইন সংস্করণ
প্রেমিক : আচ্ছা জান, বলো তো কী করলে তুমি বিশ্বাস করবে, আমি সত্যি তোমাকে ভালোবাসি?
প্রেমিকা : বেশি কিছু না, মাত্র দুটি কফি অর্ডার দাও। একটি হট এবং অন্যটি কোল্ড কফি উইথ বরফ কুচি।
প্রেমিক : এই শীতে একটা কোল্ড কফি কেন! দুটোই হট নিই?
প্রেমিকা : না, একটা হট আর একটা কোল্ড। হট কফিটা আমার জন্য, আর কোল্ড কফিটা তুমি খাবে।
কোল্ড কফিটা খেয়ে শেষ করতে পারলে আমি বুঝে নেবো, সত্যিই তুমি আমাকে ভালোবাস।
প্রেমিক : অসম্ভব! আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। অন্য কিছু নয়!
*
শীতের রাতে নিঃসঙ্গ পথিকের পথ আগলে ধরল এক ছিনতাইকারী, ‘যা আছে বাইর র্ক দেখছস, কত্ত বড় চাকু!’
পথিক : ভাই, আজকাল তো অফারের যুগ! একটা অফার অন্তত দেন।
ছিনতাইকারী : অফার! আচ্ছা যা, একটা অফার তোকে দিচ্ছি। এই যে সামনে পুকুরটা দেখছিস এই পুকুরে নেমে পরপর সাতটা ডুব দিবি। তাহলে তোকে ছেড়ে দেবো।
পথিক : কী যে বলেন ভাই, এরচেয়ে আপনার প্রথম অফারটাই অনেক ভালো। নিন, আমার কাছে যা আছে সবকিছু আপনি নিয়ে যান!
গ্রন্থনা : শবনম সুলতানা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023