অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
৯৯ টাকা নিয়ে বাজারে গেল। ৯০ টাকা নিয়ে আবার বাড়ির পথ ধরল। বাকি কত টাকা রইল?
শৈশব বিশ্বাস
পালবাড়ি, যশোর।
বাকি কোনো টাকাই রইল না! কারণ পথে সব টাকা ছিনতাইকারী ধরে নিয়ে গেছে তো তাই!
আচ্ছা বি.স ভাই, করলার জুস আর নিম পাতার রসের মধ্যে আপনার প্রিয় পানীয় কোনটি?
ইমরান খান রাজ
শে. বো. পো. গ্রা. কলেজ, ঢাকা।
দুটোই প্রিয়। নিজে না খেলেও
গেস্ট এলে পানীয় দুটো নিয়মিত খাওয়াই তো তাই!
বলুন দেখি, আমি যদি কবি না হতে চাই তাহলে আমাকে কী না করতে হবে?
তানিয়া ইসলাম
সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
আপনি কবি না হতে
চাইলে আপনাকে কিছুই না
করতে হবে!
আচ্ছা, বুঝলাম না বিষয়টা- ‘চেয়ারম্যান’ আছে কিন্তু ‘টেবিলম্যান’ নেই কেন বলুন তো?
মাইশা বিন মেরী
ময়মনসিংহ।
টেবিলম্যান থাকলে উনি চেয়ারে না বসে টেবিলের ওপর বসে পড়ার আশঙ্কা থাকে তো তাই!
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা বলুন তো, পৃথিবীতে যদি ভালোবাসা না
থাকত তবে কী হতো?
আসলাম তালুকদার, চাটমোহর, পাবনা।
লোকজনের চা, কফি, চাইনিজ, চটপটি, ফুচকা, বাদাম-এসব কেনার অনেক টাকা বেঁচে যেত!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক :
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড),
বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
৯৯ টাকা নিয়ে বাজারে গেল। ৯০ টাকা নিয়ে আবার বাড়ির পথ ধরল। বাকি কত টাকা রইল?
শৈশব বিশ্বাস
পালবাড়ি, যশোর।
বাকি কোনো টাকাই রইল না! কারণ পথে সব টাকা ছিনতাইকারী ধরে নিয়ে গেছে তো তাই!
আচ্ছা বি.স ভাই, করলার জুস আর নিম পাতার রসের মধ্যে আপনার প্রিয় পানীয় কোনটি?
ইমরান খান রাজ
শে. বো. পো. গ্রা. কলেজ, ঢাকা।
দুটোই প্রিয়। নিজে না খেলেও
গেস্ট এলে পানীয় দুটো নিয়মিত খাওয়াই তো তাই!
বলুন দেখি, আমি যদি কবি না হতে চাই তাহলে আমাকে কী না করতে হবে?
তানিয়া ইসলাম
সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
আপনি কবি না হতে
চাইলে আপনাকে কিছুই না
করতে হবে!
আচ্ছা, বুঝলাম না বিষয়টা- ‘চেয়ারম্যান’ আছে কিন্তু ‘টেবিলম্যান’ নেই কেন বলুন তো?
মাইশা বিন মেরী
ময়মনসিংহ।
টেবিলম্যান থাকলে উনি চেয়ারে না বসে টেবিলের ওপর বসে পড়ার আশঙ্কা থাকে তো তাই!
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা বলুন তো, পৃথিবীতে যদি ভালোবাসা না
থাকত তবে কী হতো?
আসলাম তালুকদার, চাটমোহর, পাবনা।
লোকজনের চা, কফি, চাইনিজ, চটপটি, ফুচকা, বাদাম-এসব কেনার অনেক টাকা বেঁচে যেত!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক :
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড),
বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com