এ সপ্তাহের কৌতুক
jugantor
এ সপ্তাহের কৌতুক

  রাফিয়া আক্তার  

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩:০৫  |  অনলাইন সংস্করণ

স্ত্রী: ওগো, আমাকে তোমার কেমন লাগে বলো তো?

স্বামী: অনেক অনেক ভালো লাগে। এত ভালো লাগে যে ইচ্ছা করে দেখতে তোমার মতো আরেকজনকে ঘরে নিয়ে আসতে!

*

কোচ খেলোয়াড়দে ধমকে বললেন, ‘এসব কী হচ্ছে! এভাবে খেললে একটা ম্যাচও জিততে পারব না আমরা। এর চেয়ে সবাই খেলা ছেড়ে দাও।’

খেলোয়াড় : তাহলে কীভাবে খেলব আমরা দেখিয়ে দিন।

‘ঠিক আছে, সবাই লাইনে দাঁড়াও। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গোল দিতে হয়।’ এই বলে কোচ বলে কিক মারলেন সজোরে। কিন্তু বল গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেল। এই দেখে এক খেলোয়াড় বলল, ‘এটা কী হলো?’

‘না মানে কীভাবে মারলে গোল হবে না সেটা তোমাদের দেখিয়ে দিলাম!’ ঝটপট উত্তর কোচের।

*

নতুন বউ স্বামীর বাড়িতে পা রেখে শাশুড়িকে সালাম করছে। শাশুড়ি গদগদ হয়ে বললেন, ‘বেঁচে থেকো মা, আশীর্বাদ করি সুখে-শান্তিতে থেকো।’

‘আপনি কি থাকতে দেবেন?’ নতুন বউয়ের পাল্টা প্রশ্ন।

গ্রন্থনা : রাফিয়া আক্তার

এ সপ্তাহের কৌতুক

 রাফিয়া আক্তার 
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ পিএম  |  অনলাইন সংস্করণ

স্ত্রী: ওগো, আমাকে তোমার কেমন লাগে বলো তো?

স্বামী: অনেক অনেক ভালো লাগে। এত ভালো লাগে যে ইচ্ছা করে দেখতে তোমার মতো আরেকজনকে ঘরে নিয়ে আসতে!

*

কোচ খেলোয়াড়দে ধমকে বললেন, ‘এসব কী হচ্ছে! এভাবে খেললে একটা ম্যাচও জিততে পারব না আমরা। এর চেয়ে সবাই খেলা ছেড়ে দাও।’

খেলোয়াড় : তাহলে কীভাবে খেলব আমরা দেখিয়ে দিন।

‘ঠিক আছে, সবাই লাইনে দাঁড়াও। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গোল দিতে হয়।’ এই বলে কোচ বলে কিক মারলেন সজোরে। কিন্তু বল গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেল। এই দেখে এক খেলোয়াড় বলল, ‘এটা কী হলো?’

‘না মানে কীভাবে মারলে গোল হবে না সেটা তোমাদের দেখিয়ে দিলাম!’ ঝটপট উত্তর কোচের।

*

নতুন বউ স্বামীর বাড়িতে পা রেখে শাশুড়িকে সালাম করছে। শাশুড়ি গদগদ হয়ে বললেন, ‘বেঁচে থেকো মা, আশীর্বাদ করি সুখে-শান্তিতে থেকো।’

‘আপনি কি থাকতে দেবেন?’ নতুন বউয়ের পাল্টা প্রশ্ন।

গ্রন্থনা : রাফিয়া আক্তার
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন