অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
jugantor
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

  যুগান্তর ডেস্ক  

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩:০৪  |  অনলাইন সংস্করণ

খাবার খেতে ভালো লাগে,কিন্তু পড়তে ভালো লাগে না, কেন বলুন তো?

জারিন সুবাহ গুনগুন

সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, ঢাকা।

পড়তে কারোই ভালো লাগে না। হাত-পা ভাঙার আশঙ্কা থাকে তো তাই!

বাইরে যা-ই করেন, বাসায় নাকি (বউয়ের সামনে) আপনি ভেজা বেড়াল?

শামীম শাহাবুদ্দীন, নান্দাইল, ময়মনসিংহ।

মোটেই না। বাসায় আমি একদম ভেজা বেড়াল না হুম! তবে টিকটিকি!

আচ্ছা, বলেন তো- আমাদের সমাজে ফেইল করা ছাত্রের অভাব কেন?

ওলি মুন্সী, মদন, নেত্রকোনা।

কারণ আমরা খেইল শিখে গেছি তো তাই ফেইলের সংখ্যা কমে আসছে!

আচ্ছা বলুন তো দেখি, বন্ধুর বোন আমার বোন হলে বন্ধুর বউ আমার কী?

কনক কুরি, গোপালদী, নারায়ণগঞ্জ।

আপনার গোঁফে তেল! ওই যে কথায় বলে না, গাছে কাঁঠাল গোঁফে তেল!

মহা অবান্তর প্রশ্ন

আপনার নামে অভিযোগ আছে। আপনি নাকি পাঠকের প্রশ্নের ঠিকঠাক উত্তর দেন না?

মৌসুমী দত্ত, ঠাকুরপাড়া, কুমিল্লা।

অভিযোগ সত্য। পাঠকরা ঠিকঠাক প্রশ্ন করে না তো তাই উত্তরও ঠিকঠাক দিতে পারি না!

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

 যুগান্তর ডেস্ক 
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৩ পিএম  |  অনলাইন সংস্করণ

খাবার খেতে ভালো লাগে,কিন্তু পড়তে ভালো লাগে না, কেন বলুন তো?

জারিন সুবাহ গুনগুন

সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, ঢাকা।

পড়তে কারোই ভালো লাগে না। হাত-পা ভাঙার আশঙ্কা থাকে তো তাই! 

বাইরে যা-ই করেন, বাসায় নাকি (বউয়ের সামনে) আপনি ভেজা বেড়াল?

শামীম শাহাবুদ্দীন, নান্দাইল, ময়মনসিংহ।

মোটেই না। বাসায় আমি একদম ভেজা বেড়াল না হুম! তবে টিকটিকি!

আচ্ছা, বলেন তো- আমাদের সমাজে ফেইল করা ছাত্রের অভাব কেন?

ওলি মুন্সী, মদন, নেত্রকোনা।

কারণ আমরা খেইল শিখে গেছি তো তাই ফেইলের সংখ্যা কমে আসছে!

আচ্ছা বলুন তো দেখি, বন্ধুর বোন আমার বোন হলে বন্ধুর বউ আমার কী?

কনক কুরি, গোপালদী, নারায়ণগঞ্জ।

আপনার গোঁফে তেল! ওই যে কথায় বলে না, গাছে কাঁঠাল গোঁফে তেল!

মহা অবান্তর প্রশ্ন

আপনার নামে অভিযোগ আছে। আপনি নাকি পাঠকের প্রশ্নের ঠিকঠাক উত্তর দেন না?

মৌসুমী দত্ত, ঠাকুরপাড়া, কুমিল্লা।

অভিযোগ সত্য। পাঠকরা ঠিকঠাক প্রশ্ন করে না তো তাই উত্তরও ঠিকঠাক দিতে পারি না!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন