অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

 যুগান্তর ডেস্ক 
০৯ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

বিচ্ছু যদি কাউকে কামড় দেয় তবে ওষুধে বিষক্রিয়া লাঘব হবে নাকি ওঝা লাগবে?

শাহীন সুলতানা

মধুখালী, ফরিদপুর।

ওষুধ এবং ওঝা দুটিই লাগবে! সঙ্গে রোজ তিন বেলা থেরাপিও দিতে হবে!

আচ্ছা, কালো জিনিস খারাপ লাগে অথচ মাথার চুল কেন কালোই ভালো লাগে?

মাহবুব-এ-খোদা

গুরুদাসপুর, নাটোর।

সব কালো খারাপ লাগে না। যেমন কালো টাকা। যার যত বেশি

সে তত খুশি!

বলতে পারেন, ভার্সিটির সেশনজট আর রাস্তার যানজটের মধ্যে পার্থক্য কী?

বারী সুমন

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

সেশনজটে বিয়ে করতে দেরি হয়ে যায়। আর যানজটে পড়লে বাড়ি ফিরতে!

বি.স ভাই, আমার খুব হাসি

পায়, কিন্তু আমি হাসতে পারি না কেন বলুন তো?

আতিকুর রহমান সাগর

পুরান জেলখানার কোণা, মাদারীপুর।

আপনি ‘লাফিংগ্যাসলেসফোবিয়া’ রোগে আক্রান্ত। তিন বেলা করে বিচ্ছু পড়ুন। সেরে যাবে!

মহা অবান্তর প্রশ্ন

* ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘণ্টা। অথচ ঘড়িতে কখনো ৬০ হতে দেখি না। ৫৯ হতে না হতেই পরবর্তী ১ চলে আসে। এমন হয় কেন?

কাজী রাসেল, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

* হুম, মনে হচ্ছে ঘড়ির দোকান আপনাকে ঠকিয়েছে! ১ সেকেন্ডের টাকা মেরে আপনাকে ১ সেকেন্ড কম দিয়েছে! দ্রুত ঘড়ি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক: অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল: bicchoojugantor@gmail.com

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন