অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিচ্ছু যদি কাউকে কামড় দেয় তবে ওষুধে বিষক্রিয়া লাঘব হবে নাকি ওঝা লাগবে?
শাহীন সুলতানা
মধুখালী, ফরিদপুর।
ওষুধ এবং ওঝা দুটিই লাগবে! সঙ্গে রোজ তিন বেলা থেরাপিও দিতে হবে!
আচ্ছা, কালো জিনিস খারাপ লাগে অথচ মাথার চুল কেন কালোই ভালো লাগে?
মাহবুব-এ-খোদা
গুরুদাসপুর, নাটোর।
সব কালো খারাপ লাগে না। যেমন কালো টাকা। যার যত বেশি
সে তত খুশি!
বলতে পারেন, ভার্সিটির সেশনজট আর রাস্তার যানজটের মধ্যে পার্থক্য কী?
বারী সুমন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
সেশনজটে বিয়ে করতে দেরি হয়ে যায়। আর যানজটে পড়লে বাড়ি ফিরতে!
বি.স ভাই, আমার খুব হাসি
পায়, কিন্তু আমি হাসতে পারি না কেন বলুন তো?
আতিকুর রহমান সাগর
পুরান জেলখানার কোণা, মাদারীপুর।
আপনি ‘লাফিংগ্যাসলেসফোবিয়া’ রোগে আক্রান্ত। তিন বেলা করে বিচ্ছু পড়ুন। সেরে যাবে!
মহা অবান্তর প্রশ্ন
* ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘণ্টা। অথচ ঘড়িতে কখনো ৬০ হতে দেখি না। ৫৯ হতে না হতেই পরবর্তী ১ চলে আসে। এমন হয় কেন?
কাজী রাসেল, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
* হুম, মনে হচ্ছে ঘড়ির দোকান আপনাকে ঠকিয়েছে! ১ সেকেন্ডের টাকা মেরে আপনাকে ১ সেকেন্ড কম দিয়েছে! দ্রুত ঘড়ি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক: অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল: bicchoojugantor@gmail.com
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
যুগান্তর ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১২:৪৯:১১ | অনলাইন সংস্করণ
বিচ্ছু যদি কাউকে কামড় দেয় তবে ওষুধে বিষক্রিয়া লাঘব হবে নাকি ওঝা লাগবে?
শাহীন সুলতানা
মধুখালী, ফরিদপুর।
ওষুধ এবং ওঝা দুটিই লাগবে! সঙ্গে রোজ তিন বেলা থেরাপিও দিতে হবে!
আচ্ছা, কালো জিনিস খারাপ লাগে অথচ মাথার চুল কেন কালোই ভালো লাগে?
মাহবুব-এ-খোদা
গুরুদাসপুর, নাটোর।
সব কালো খারাপ লাগে না। যেমন কালো টাকা। যার যত বেশি
সে তত খুশি!
বলতে পারেন, ভার্সিটির সেশনজট আর রাস্তার যানজটের মধ্যে পার্থক্য কী?
বারী সুমন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
সেশনজটে বিয়ে করতে দেরি হয়ে যায়। আর যানজটে পড়লে বাড়ি ফিরতে!
বি.স ভাই, আমার খুব হাসি
পায়, কিন্তু আমি হাসতে পারি না কেন বলুন তো?
আতিকুর রহমান সাগর
পুরান জেলখানার কোণা, মাদারীপুর।
আপনি ‘লাফিংগ্যাসলেসফোবিয়া’ রোগে আক্রান্ত। তিন বেলা করে বিচ্ছু পড়ুন। সেরে যাবে!
মহা অবান্তর প্রশ্ন
* ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘণ্টা। অথচ ঘড়িতে কখনো ৬০ হতে দেখি না। ৫৯ হতে না হতেই পরবর্তী ১ চলে আসে। এমন হয় কেন?
কাজী রাসেল, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
* হুম, মনে হচ্ছে ঘড়ির দোকান আপনাকে ঠকিয়েছে! ১ সেকেন্ডের টাকা মেরে আপনাকে ১ সেকেন্ড কম দিয়েছে! দ্রুত ঘড়ি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক: অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল: bicchoojugantor@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023