Logo
Logo
×

বলিউড

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী দীপিকা পাডুকোনকে একসঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখার সম্ভাবনা আছে। এই তথ্য পাওয়ার পর বলিউডের সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ যেন তুঙ্গে। দর্শকরা দীপিকার নতুন নতুন চমকপ্রদ অবদান নিয়ে প্রায়ই মুগ্ধ হন, আর এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে।

যদি এই গুঞ্জন সত্যি হয় এবং তিনি ভিকির সঙ্গে  কাজ করেন, তাহলে এটি হবে ভিকি ও দীপিকার প্রথম যুগলবন্দি। ভক্তদের মধ্যে উত্তেজনা শীর্ষে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই দুই তারকাকে বড় পর্দায় একসঙ্গে দেখবেন।

তবে ‘মহাবতার’-কে কেন্দ্র করে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বলিউডে এখন একটাই প্রশ্ন — এই পৌরাণিক কাহিনি ভিত্তিক ছবিতে কি সত্যিই ভিকি ও দীপিকা প্রথমবার জুটি বাঁধবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম