স্পোর্টস ডেস্ক ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৩০ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। দুই দলের খেলা দেখুন সরাসরি।
লিগ পর্বের শেষ ভাগে এসে বিপিএলের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন একটি ম্যাচ হারলেই কোয়ালিফাইং পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। ৭ ম্যাচে খুলনা টাইটানসের জয় মাত্র একটি, রয়েছে টেবিলের তলানিতে। অনেকেই তাদের শেষ চারের সম্ভাবনার শেষ দেখে ফেলেছেন।
তবে কাগজ-কলমে টাইটানসদের আশা এখনও শেষ হয়নি। এজন্য তাদের শেষ ৫ ম্যাচই জিততেই হবে। হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। ভালো অবস্থায় নেই রংপুরও। হারলে চাপে পড়ে যাবে রাইডার্সরাও। ৭ ম্যাচে ৩ জয় ও ১ হারে আছে পঞ্চম স্থানে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯