স্পোর্টস ডেস্ক ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৪০ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৬তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলীয় ১৭ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়।
আন্দ্রে রাসেলের বলে শুভাগত হোমের ক্যাচে পরিণত হওয়ার আগে ৭ বলে ১ রান করার সুযোগ পান বিজয়। এর আগের দুই ম্যাচে ৪০ ও ২৬ রান করে ফেরেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ওপেনার।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্যে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।
অন্যদিকে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবারের এই ম্যাচে জিতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে চায় ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা, চিটাগংয়ের সঙ্গে সেরার রেসে থাকতে চায় কুমিল্লা।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯