যুগান্তর রিপোর্ট ১৪ অক্টোবর ২০১৮, ১৮:৩০ | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে কর্তৃপক্ষ।
শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান।
এ মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব, তানবির আহমেদ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এ কে এম নিয়াজ উদ্দিন মোল্যাহ।
মমালার বিষয় নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী যুগান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মী বাদী হয়ে শাহবাগ থানয় মামলাটি রুজু করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯