রাজশাহী ব্যুরো ১৯ অক্টোবর ২০১৮, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং যেকোনো ধরনের জালিয়াতি রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটের বিপরীতে মোট ৮৮ হাজার ৫৪৩ ভর্তিচ্ছু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অনেক ভর্তিচ্ছুই জালিয়াত চক্রের দ্বারা প্রতারণার শিকার হতে পারে। তাই প্রতিবছরের মতো এবারও জালিয়াতি ঠেকাতে এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে।’
প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে প্রক্টর কর্তৃক বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালত, মেডিকেল টিমসহ বিভিন্ন টিম কাজ করবে।’ এ ছাড়াও পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা, বিএনসিস, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। কেউ অবৈধ পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এমএ বারী, কোষাধ্যক্ষ প্রফেসর কেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আঞ্জুমান বানু, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯