যুগান্তর রিপোর্ট ০৭ আগস্ট ২০১৯, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ নভেম্বর। ভর্তি পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ওই সভায় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। এ ছাড়া সংবাদপত্রের মাধ্যমে তা জানানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯