ইবি ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
ইবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৬:৫৮ | অনলাইন সংস্করণ
গত ২১ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজরুল ইসলাম ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদ। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রুপের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে সভাপতি-সম্পাদকসহ উভয় গ্রুপের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। বিদ্রহী গ্রুপের এক কর্মীর দায়ের করা মামলায় ওই দিন রতেই আটক হন সম্পাদক রাকিব। সভাপতিসহ ওই মামলায় ১০ জনের নাম উল্ল্যেখ করে ২৩-২৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইবি ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
গত ২১ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজরুল ইসলাম ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদ। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রুপের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে সভাপতি-সম্পাদকসহ উভয় গ্রুপের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। বিদ্রহী গ্রুপের এক কর্মীর দায়ের করা মামলায় ওই দিন রতেই আটক হন সম্পাদক রাকিব। সভাপতিসহ ওই মামলায় ১০ জনের নাম উল্ল্যেখ করে ২৩-২৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।