স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার দাবিতে কুবিতে মানববন্ধন
কুবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৫:১১:১৭ | অনলাইন সংস্করণ
স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’, ‘খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?’ ‘আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’- এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি জানানো হয়। এ ছাড়া মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সেই সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেয়ার জন্য কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।
এ সময় মানববন্ধনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার দাবিতে কুবিতে মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’, ‘খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?’ ‘আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’- এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি জানানো হয়। এ ছাড়া মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সেই সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেয়ার জন্য কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।
এ সময় মানববন্ধনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।