পরীক্ষার দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
কুবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৯:২৩:২৯ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে করা বিক্ষোভ স্থগিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ পরীক্ষা নেয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
এর আগে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নিয়ে দ্রুত সময়ে পরীক্ষা দেয়ার দাবি জানান। বুধবার সকাল থেকে দুপর পর্যন্ত বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে আন্দোলন করেন তারা। পরীক্ষা নেয়ার দাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন আন্দোলনস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা নেয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ সময় ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীও ফোন করে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পরীক্ষার দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে করা বিক্ষোভ স্থগিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ পরীক্ষা নেয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
এর আগে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নিয়ে দ্রুত সময়ে পরীক্ষা দেয়ার দাবি জানান। বুধবার সকাল থেকে দুপর পর্যন্ত বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে আন্দোলন করেন তারা। পরীক্ষা নেয়ার দাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন আন্দোলনস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা নেয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ সময় ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীও ফোন করে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে।