শর্ত দিয়ে জাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
জাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৯:২৫ | অনলাইন সংস্করণ
শর্ত দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আপাতত হল ছাড়ছেন না তারা। এ ছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি মোটামুটি মেনে নেওয়ায় সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, প্রশাসন আমাদের দাবি অনেকাংশে মেনে নিয়েছে। মামলার বিষয়ে একটু সময় প্রয়োজন। এ ছাড়া অন্যান্য দাবি মেনে নেওয়ায় আমরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলাম।
তবে এ মুহূর্তে হল ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে নিরাপত্তার স্বার্থেই হলে অবস্থান করবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা।
অন্যদিকে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার অনুরোধ জানাব। প্রশাসন শিক্ষার্থীদের বুঝাবেন। এখনও প্রশাসন কোনো কঠোর অবস্থানে যাবে না বলেও জানান তিনি।
জাবির শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার বিচার ও আবাসিক হল খুলে দেওয়াসহ কয়েক দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শর্ত দিয়ে জাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
শর্ত দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আপাতত হল ছাড়ছেন না তারা। এ ছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি মোটামুটি মেনে নেওয়ায় সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, প্রশাসন আমাদের দাবি অনেকাংশে মেনে নিয়েছে। মামলার বিষয়ে একটু সময় প্রয়োজন। এ ছাড়া অন্যান্য দাবি মেনে নেওয়ায় আমরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলাম।
তবে এ মুহূর্তে হল ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে নিরাপত্তার স্বার্থেই হলে অবস্থান করবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা।
অন্যদিকে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার অনুরোধ জানাব। প্রশাসন শিক্ষার্থীদের বুঝাবেন। এখনও প্রশাসন কোনো কঠোর অবস্থানে যাবে না বলেও জানান তিনি।
জাবির শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার বিচার ও আবাসিক হল খুলে দেওয়াসহ কয়েক দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।