Logo
Logo
×

শিক্ষাঙ্গন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবিপ্রবি 

Icon

যুগান্তর  ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৩:২২ পিএম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবিপ্রবি 

ছবি-যুগান্তর

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সেই সঙ্গে সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। টিয়ারশেল, ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে ৩০-৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

আন্দোলনকারীদের অভিযোগ- পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।  

অনির্দিষ্টকাল বন্ধ শাবিপ্রবি 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম