নিয়োগপত্র অকার্যকর করে ডিনকে সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি পদের পরিবর্তন করা হয়েছে। প্রোভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমানকে।
প্রোভিসিকে দেওয়া নিয়োগপত্রটি অকার্যকর করে নতুন করে অফিস আদেশের এ পরিবর্তন করা হয়েছে। রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত দুইটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
রেজিস্ট্রার জানান, ফাইলটা সরাসরি ভিসি অফিস থেকে এসেছে। পূর্বের চিঠি অকার্যকর করে নতুন চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নতুন নিয়োগকৃত সভাপতিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগটির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নতুন দুই বিভাগের অনুমোদন পায় ইবি। ১১ জানুয়ারি অনুমোদন হওয়া ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্স বিভাগের সভাপতি করা হয় প্রোভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানকে। ১০ দিন পর ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম পদটিতে পুনরায় পরিবর্তন করে নতুন সভাপতি নিয়োগ দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিয়োগপত্র অকার্যকর করে ডিনকে সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি পদের পরিবর্তন করা হয়েছে। প্রোভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমানকে।
প্রোভিসিকে দেওয়া নিয়োগপত্রটি অকার্যকর করে নতুন করে অফিস আদেশের এ পরিবর্তন করা হয়েছে। রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত দুইটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
রেজিস্ট্রার জানান, ফাইলটা সরাসরি ভিসি অফিস থেকে এসেছে। পূর্বের চিঠি অকার্যকর করে নতুন চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নতুন নিয়োগকৃত সভাপতিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগটির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নতুন দুই বিভাগের অনুমোদন পায় ইবি। ১১ জানুয়ারি অনুমোদন হওয়া ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্স বিভাগের সভাপতি করা হয় প্রোভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানকে। ১০ দিন পর ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম পদটিতে পুনরায় পরিবর্তন করে নতুন সভাপতি নিয়োগ দিয়েছেন।