রাবির সেই শিক্ষার্থী গ্রেফতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণিকক্ষে শিক্ষককে হেনস্থাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার দেখায় মতিহার থানা পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন।
তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আশিক উল্লাহ ফেসবুকে বিভিন্ন মানহানিকর ও অপত্তিকর পোস্ট করে আসছিল। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্থার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শিক্ষক নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার দুপুরে আইন বিভাগের এক শিক্ষককে শ্রেণিকক্ষে হেনস্থা করেন একই বিভাগের মাস্টার্সের ছাত্র আশিক উল্লাহ। এ ঘটনার পর তার বহিষ্কার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তার নির্বাহী ক্ষমতায় আশিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাবির সেই শিক্ষার্থী গ্রেফতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণিকক্ষে শিক্ষককে হেনস্থাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার দেখায় মতিহার থানা পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন।
তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আশিক উল্লাহ ফেসবুকে বিভিন্ন মানহানিকর ও অপত্তিকর পোস্ট করে আসছিল। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্থার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শিক্ষক নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার দুপুরে আইন বিভাগের এক শিক্ষককে শ্রেণিকক্ষে হেনস্থা করেন একই বিভাগের মাস্টার্সের ছাত্র আশিক উল্লাহ। এ ঘটনার পর তার বহিষ্কার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তার নির্বাহী ক্ষমতায় আশিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন।