এনএসইউতে ‘মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ কোর্স শুরু

 যুগান্তর প্রতিবেদন 
০৬ আগস্ট ২০২২, ০৬:১৫ পিএম  |  অনলাইন সংস্করণ

গণসংযোগ ও সাংবাদিকতায় দক্ষ কর্মশক্তি বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নতুন কর্মসূচি ‘মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ কোর্সের যাত্রা শুরু হয়েছে।

শনিবার এনএসইউ'র সিন্ডিকেট হলে আয়োজিত ‘কেমন মিডিয়া গ্র্যাজুয়েট চাই’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বাংলাদেশের গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত মিডিয়া গ্রাজুয়েট তৈরিতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংবাদিকতা শিক্ষার প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের আহবান জানিয়েছেন প্রথিতযশা গণমাধ্যম ব্যক্তিত্বরা। 

'মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান-উল-আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিসিয়েটিভের (এমএরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বেঞ্চমার্ক পিআর এর সিইও আশরাফ কায়সার , দৈনিক প্রথম আলোর উপ সম্পাদক আনিসুল হক, গ্রে বাংলাদেশের ম্যানেজিং পার্টনার অ্যান্ড কান্ট্রি হেড সৈয়দ গাইছুল আলম শাওন , এখন টিভির সিইও তুষার আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর  ড. গীতি আরা নাসরিন,গতি মিডিয়া লিমিটেডের সিইও আব্দুন নূর তুষার, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশান খাইরুল বাশার, সৈয়দ আশফাকুল হক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন