শেকৃবিসাসের সভাপতি জোবায়ের, সম্পাদক ওলী

 শেকৃবি প্রতিনিধি 
১০ আগস্ট ২০২২, ০৩:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের এবং সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ।

শেকৃবিসাসের ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটিতে দ্য নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল জোবায়েরকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওলী আহম্মেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি দ্য বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের, সহসভাপতি দৈনিক আমাদের সময়ের আকাশ বাসফোর, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার মো. আরাফাত রহমান অভি, সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের ছিয়াদ খান, কোষাধ্যক্ষ দৈনিক দেশ রূপান্তরের এমদাদুল হক, দপ্তর সম্পাদক দৈনিক যুগান্তরের ইমরান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইত্তেফাকের মো. আবু হানিফ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দৈনিক মানবকণ্ঠের মো. শাহীন আলম, যোগাযোগ ও কর্মশালা সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক দৈনিক নয়া শতাব্দীর মো. ফরহাদ আলম, কার্যনির্বাহী সদস্য দৈনিক কালের কণ্ঠের মো. শাহাদাত হোসেন (সাদাত), কার্যনির্বাহী সদস্য দৈনিক আমার সংবাদের মো. মমিন সরকার। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন