নটরডেমিয়ান ৯৯ এর বৃত্তি প্রদান
শিক্ষা সহায়তায় এগিয়ে আসুন: ফাদার হেমন্ত
অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে অপেক্ষাকৃত সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।
নটরডেম কলেজের ১৯৯৯ ব্যাচের ছাত্রদের সংগঠন ’নটরডেমিয়ান ৯৯’ উদ্যোগে কলেজের বর্তমান ছাত্রদের জন্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নটরডেম কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মঙ্গলবার বিকালে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগের তিন ছাত্রকে পরীক্ষার ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের উপর ভিত্তি করে প্রতিবছর ’নটরডেমিয়ান ৯৯ স্কলারশিপ প্রোগ্রাম’ নামে জনপ্রতি এককালীন দশ হাজার টাকা করে প্রদান করবে।
এবছর বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলো- বিজ্ঞান বিভাগের মারুফ হোসেন সিয়াম, মানবিক বিভাগের আবদুল আল হাসিব এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মো. আবাইর হোসেন।
কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এবং শিক্ষকদের উপস্থিতিতে ’নটরডেমিয়ান ৯৯’ এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শিশির ও নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মারলিন ক্লারা পিনেরু বৃত্তির জন্য নির্বাচিত ছাত্রদের হাতে সার্টিফিকেট ও বৃত্তির চেক হস্তান্তর করেন।
বৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, শিক্ষাক্ষেত্রে এ ধরনের সহায়তা কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।
অধ্যাপক মারলিন ক্লারা বলেন, 'নটরডেমিয়ান ৯৯' এর এমন উদ্যোগ কলেজের অন্য ব্যাচের সাবেক ছাত্রদের ভালো কাজ করতে আরো উৎসাহিত করবে।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র ও অভিভাবকরা ’নটরডেমিয়ান ৯৯’ এর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় এসোসিয়েশনের সভাপতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নটরডেম কলেজের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘নটরডেমিয়ান ৯৯’ এর পক্ষে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, বাজার বিশেষজ্ঞ ইমতিয়াজ চৌধুরী, মার্কন্টাইল ব্যাংকের এভিপি নওজ সাইফুল্ল্যা রুমন, রুপালী ব্যাংকের এসপিও শেখ মাহাবুবুর রহমান ও এডভোকেট রাসেল হাসান ফুয়াদ। পরে কলেজ চত্বরে ফটোসেশনে অংশ নেন বর্তমান ও সাবেক ছাত্র-শিক্ষকেরা।
নটরডেমিয়ান ৯৯ এর বৃত্তি প্রদান
শিক্ষা সহায়তায় এগিয়ে আসুন: ফাদার হেমন্ত
যুগান্তর প্রতিবেদন
২৯ নভেম্বর ২০২২, ২৩:২৯:১৪ | অনলাইন সংস্করণ
অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে অপেক্ষাকৃত সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।
নটরডেম কলেজের ১৯৯৯ ব্যাচের ছাত্রদের সংগঠন ’নটরডেমিয়ান ৯৯’ উদ্যোগে কলেজের বর্তমান ছাত্রদের জন্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নটরডেম কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মঙ্গলবার বিকালে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগের তিন ছাত্রকে পরীক্ষার ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের উপর ভিত্তি করে প্রতিবছর ’নটরডেমিয়ান ৯৯ স্কলারশিপ প্রোগ্রাম’ নামে জনপ্রতি এককালীন দশ হাজার টাকা করে প্রদান করবে।
এবছর বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলো- বিজ্ঞান বিভাগের মারুফ হোসেন সিয়াম, মানবিক বিভাগের আবদুল আল হাসিব এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মো. আবাইর হোসেন।
কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এবং শিক্ষকদের উপস্থিতিতে ’নটরডেমিয়ান ৯৯’ এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শিশির ও নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মারলিন ক্লারা পিনেরু বৃত্তির জন্য নির্বাচিত ছাত্রদের হাতে সার্টিফিকেট ও বৃত্তির চেক হস্তান্তর করেন।
বৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, শিক্ষাক্ষেত্রে এ ধরনের সহায়তা কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।
অধ্যাপক মারলিন ক্লারা বলেন, 'নটরডেমিয়ান ৯৯' এর এমন উদ্যোগ কলেজের অন্য ব্যাচের সাবেক ছাত্রদের ভালো কাজ করতে আরো উৎসাহিত করবে।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র ও অভিভাবকরা ’নটরডেমিয়ান ৯৯’ এর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় এসোসিয়েশনের সভাপতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নটরডেম কলেজের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘নটরডেমিয়ান ৯৯’ এর পক্ষে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, বাজার বিশেষজ্ঞ ইমতিয়াজ চৌধুরী, মার্কন্টাইল ব্যাংকের এভিপি নওজ সাইফুল্ল্যা রুমন, রুপালী ব্যাংকের এসপিও শেখ মাহাবুবুর রহমান ও এডভোকেট রাসেল হাসান ফুয়াদ। পরে কলেজ চত্বরে ফটোসেশনে অংশ নেন বর্তমান ও সাবেক ছাত্র-শিক্ষকেরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023