জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০
জাবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ২৩:২৩:১৪ | অনলাইন সংস্করণ
ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়।
দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা হলেন, মওলানা ভাসানী হলের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতীক ও তুলনামূলক সাহিত্যের সোহান এবং আফম কামালউদ্দিন হলের ইতিহাস বিভাগের অর্পণ ও দর্শন বিভাগের রাসেল আকন্দ।
জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, খেলার মাঠে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টির উপর নজর রাখছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানিয়ে রেখেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০
ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়।
দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা হলেন, মওলানা ভাসানী হলের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতীক ও তুলনামূলক সাহিত্যের সোহান এবং আফম কামালউদ্দিন হলের ইতিহাস বিভাগের অর্পণ ও দর্শন বিভাগের রাসেল আকন্দ।
জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, খেলার মাঠে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টির উপর নজর রাখছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানিয়ে রেখেছি।