রামেকে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
রাজশাহী ব্যুরো
০৮ ডিসেম্বর ২০২২, ০১:২৯:০৭ | অনলাইন সংস্করণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজের শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক।
বুধবার রাত নয়টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রাফি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে কাজ করেন।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়েছে।
ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগী বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাফির শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।
এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে। ওই যুবক কেন শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকেও শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রামেকে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজের শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক।
বুধবার রাত নয়টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রাফি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে কাজ করেন।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়েছে।
ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগী বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাফির শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।
এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে। ওই যুবক কেন শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকেও শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে।