এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি
জীবনীশক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হয়? উত্তর : ADP
৩০। ADP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Adenosine diphosphate
৩১। কিটো এসিড কত কার্বনবিশিষ্ট যৌগ? উত্তর : ৬
৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড
৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ?
উত্তর : C₃ উদ্ভিদ
৩৪। C₃উদ্ভিদ কাকে বলে?
উত্তর : C₃ গতিপথ বা ক্যালভিন চক্র যেসব উদ্ভিদে ঘটে তাদেরকে C₃ উদ্ভিদ বলে।
৩৫। C₄ উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থের নাম কী?
উত্তর : অক্সালো এসিটিক এসিড
৩৬। পত্ররন্ধ্র কোন অবস্থায় বন্ধ হয়ে যায়?
উত্তর : বাতাসে কার্বন -ডাই-অক্সাইডের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে
৩৭। বিকালে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয় কেন?
উত্তর : পাতায় শর্করা বেশি থাকার কারণে
৩৮। সবুজ উদ্ভিদে কার্বন-ডাই-অক্সাইড বিজারণে কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
উত্তর : ৩টি
৩৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী?
উত্তর : ব্ল্যাকম্যান
৪০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালিক এসিড?
উত্তর : C₄ উদ্ভিদের
৪১। ব্ল্যাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : শরীরতত্ত্ববিদ
৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয় প্রকার? উত্তর : ২ প্রকার
৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী?
উত্তর : পাতার মেসোফিল টিস্যু
৪৪। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারন্থাস ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : C₄ উদ্ভিদ
৪৫। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়? উত্তর : ফটোলাইসিস
৪৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?
উত্তর : ব্ল্যাকম্যান
৪৭। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রাক্রয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর : ১৯০৫ সালে
৪৮। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
উত্তর : কিটো এসিড
৪৯। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?
উত্তর : ফোটন
৫০। পাইরুভিক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কী উৎপন্ন করে?
উত্তর : ল্যাকটিক এসিড
৫১। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্যের নাম লিখ।
উত্তর : অক্সিজেন ও পানি
৫২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট?
উত্তর : ৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
বন্দর, নারায়ণগঞ্জ
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
বহুনির্বাচনি প্রস্তুতি
১. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. রাঙ্গামাটিতে খ. রেঙ্গুনে
গ. লাহোরে ঘ. পাঞ্জাবে
২. হিন্দু মুসলমানের ঐক্যের পথ বন্ধ হয়ে গিয়েছিল কেন?
ক. চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে
খ. গান্ধীজীর মৃত্যুতে
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে
ঘ. মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুতে
৩. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়?
ক. ১৯৪০ সালে খ. ১৯৪১ সালে
গ. ১৯৪২ সালে ঘ. ১৯৪৩ সালে
৪. কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
ক. ১৯২৩ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯২৫ সালে ঘ. ১৯২৯ সালে
৫. ১৯৪৭ সালে হিন্দু মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয়?
ক. ভালোবাসার খ. ভ্রাতৃত্ব বন্ধনে
গ. রক্তক্ষয়ী দাঙ্গায় ঘ. সোহার্দ্যপূর্র্ণ বন্ধনে
৬. বঙ্গবঙ্গের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি ছিল?
ক. অতিরিক্ত করারোপ
খ. কংগ্রেসকে সমূলে ধ্বংস করা
গ. মুসলমানদের খুশি করা
ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন দমন করা
৭. ব্রিটিশবিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে শহীদ হন কে?
ক. সত্যরঞ্জন বখশী খ. প্রফুল্ল চাকী
গ. মাতঙ্গিনী হাজরা ঘ. গোপিনাথ বসু
৮. Indian National Army গঠন করা হয় কেন?
ক. অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি করা
খ. ব্রিটিশ বিতাড়নের জন্য
গ. সেনাবাহিনীকে সুদক্ষ করে গড়ে তোলা
ঘ. প্রগতিশীল বাহিনী গঠন করা
৯. মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ১৯১৮ খ. ১৯২০
গ. ১৯২৭ ঘ. ১৯৪৭
১০. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
ক. ১৯০৩ খ. ১৯০৫
গ. ১৯০৬ ঘ. ১৯১১
১১. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন-
ক. জহরলাল নেহেরু খ. মহাত্মা গান্ধী
গ. এ. কে. ফজলুল হক ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
১২. স্বরাজ দলের অন্যতম সম্পাদক কে ছিলেন?
ক. মতিলাল নেহেরু খ. সি. আর. দাস
গ. মহাত্মা গান্ধী ঘ. সুভাষ চন্দ্র বসু
১৩. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
ক. ১৮৪৯ সালে খ. ১৮৫৭ সালে
গ. ১৮৭৩ সালে ঘ. ১৮৭৭ সালে
১৪. মুসলিম লীগ গঠিত হয় কত সালে?
ক. ১৯০৩ খ. ১৯০৫
গ. ১৯০৬ ঘ. ১৯১১
১৫. ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?
ক. করাচি খ. লাহোর
গ. কলকাতা ঘ. ঢাকা
১৬. বেঙ্গল প্যাক্টের অন্যতম তাৎপর্য ছিল কোনটি?
ক. হিন্দু মুসলিম দাঙ্গার অবসান
খ. হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠা
গ. মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠা
ঘ. সাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ
১৭. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় কেন?
ক. জাপানের ভারত আক্রমণের আশঙ্কায়
খ. বেঙ্গল প্যাক্টের অবসানের কারণে
গ. দুর্ভিক্ষের কারণে
ঘ. সরকারের নির্যাতনের কারণে
১৮. স্বরাজ দলের নেতা কে ছিলেন?
ক. সুভাস চন্দ্র বসু খ. আব্দুল করিম
গ. আকরাম খাঁ ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তর : ১.খ, ২.ক, ৩.ক, ৪.খ, ৫.গ, ৬.খ, ৭.গ, ৮.খ,
৯.খ, ১০.ঘ, ১১.ক, ১২.ঘ, ১৩.খ, ১৪.খ, ১৫.ক, ১৬.গ, ১৭.ঘ, ১৮.ঘ।
এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি
মো. বদরুল ইসলাম
০১ মার্চ ২০২৩, ১৬:৪৪:৪৩ | অনলাইন সংস্করণ
জীবনীশক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হয়? উত্তর : ADP
৩০। ADP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Adenosine diphosphate
৩১। কিটো এসিড কত কার্বনবিশিষ্ট যৌগ? উত্তর : ৬
৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড
৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ?
উত্তর : C₃ উদ্ভিদ
৩৪। C₃উদ্ভিদ কাকে বলে?
উত্তর : C₃ গতিপথ বা ক্যালভিন চক্র যেসব উদ্ভিদে ঘটে তাদেরকে C₃ উদ্ভিদ বলে।
৩৫। C₄ উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থের নাম কী?
উত্তর : অক্সালো এসিটিক এসিড
৩৬। পত্ররন্ধ্র কোন অবস্থায় বন্ধ হয়ে যায়?
উত্তর : বাতাসে কার্বন -ডাই-অক্সাইডের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে
৩৭। বিকালে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয় কেন?
উত্তর : পাতায় শর্করা বেশি থাকার কারণে
৩৮। সবুজ উদ্ভিদে কার্বন-ডাই-অক্সাইড বিজারণে কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
উত্তর : ৩টি
৩৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী?
উত্তর : ব্ল্যাকম্যান
৪০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালিক এসিড?
উত্তর : C₄ উদ্ভিদের
৪১। ব্ল্যাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : শরীরতত্ত্ববিদ
৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয় প্রকার? উত্তর : ২ প্রকার
৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী?
উত্তর : পাতার মেসোফিল টিস্যু
৪৪। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারন্থাস ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : C₄ উদ্ভিদ
৪৫। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়? উত্তর : ফটোলাইসিস
৪৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?
উত্তর : ব্ল্যাকম্যান
৪৭। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রাক্রয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর : ১৯০৫ সালে
৪৮। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
উত্তর : কিটো এসিড
৪৯। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?
উত্তর : ফোটন
৫০। পাইরুভিক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কী উৎপন্ন করে?
উত্তর : ল্যাকটিক এসিড
৫১। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্যের নাম লিখ।
উত্তর : অক্সিজেন ও পানি
৫২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট?
উত্তর : ৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
বন্দর, নারায়ণগঞ্জ
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
বহুনির্বাচনি প্রস্তুতি
১. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. রাঙ্গামাটিতে খ. রেঙ্গুনে
গ. লাহোরে ঘ. পাঞ্জাবে
২. হিন্দু মুসলমানের ঐক্যের পথ বন্ধ হয়ে গিয়েছিল কেন?
ক. চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে
খ. গান্ধীজীর মৃত্যুতে
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে
ঘ. মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুতে
৩. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়?
ক. ১৯৪০ সালে খ. ১৯৪১ সালে
গ. ১৯৪২ সালে ঘ. ১৯৪৩ সালে
৪. কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
ক. ১৯২৩ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯২৫ সালে ঘ. ১৯২৯ সালে
৫. ১৯৪৭ সালে হিন্দু মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয়?
ক. ভালোবাসার খ. ভ্রাতৃত্ব বন্ধনে
গ. রক্তক্ষয়ী দাঙ্গায় ঘ. সোহার্দ্যপূর্র্ণ বন্ধনে
৬. বঙ্গবঙ্গের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি ছিল?
ক. অতিরিক্ত করারোপ
খ. কংগ্রেসকে সমূলে ধ্বংস করা
গ. মুসলমানদের খুশি করা
ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন দমন করা
৭. ব্রিটিশবিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে শহীদ হন কে?
ক. সত্যরঞ্জন বখশী খ. প্রফুল্ল চাকী
গ. মাতঙ্গিনী হাজরা ঘ. গোপিনাথ বসু
৮. Indian National Army গঠন করা হয় কেন?
ক. অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি করা
খ. ব্রিটিশ বিতাড়নের জন্য
গ. সেনাবাহিনীকে সুদক্ষ করে গড়ে তোলা
ঘ. প্রগতিশীল বাহিনী গঠন করা
৯. মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ১৯১৮ খ. ১৯২০
গ. ১৯২৭ ঘ. ১৯৪৭
১০. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
ক. ১৯০৩ খ. ১৯০৫
গ. ১৯০৬ ঘ. ১৯১১
১১. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন-
ক. জহরলাল নেহেরু খ. মহাত্মা গান্ধী
গ. এ. কে. ফজলুল হক ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
১২. স্বরাজ দলের অন্যতম সম্পাদক কে ছিলেন?
ক. মতিলাল নেহেরু খ. সি. আর. দাস
গ. মহাত্মা গান্ধী ঘ. সুভাষ চন্দ্র বসু
১৩. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
ক. ১৮৪৯ সালে খ. ১৮৫৭ সালে
গ. ১৮৭৩ সালে ঘ. ১৮৭৭ সালে
১৪. মুসলিম লীগ গঠিত হয় কত সালে?
ক. ১৯০৩ খ. ১৯০৫
গ. ১৯০৬ ঘ. ১৯১১
১৫. ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?
ক. করাচি খ. লাহোর
গ. কলকাতা ঘ. ঢাকা
১৬. বেঙ্গল প্যাক্টের অন্যতম তাৎপর্য ছিল কোনটি?
ক. হিন্দু মুসলিম দাঙ্গার অবসান
খ. হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠা
গ. মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠা
ঘ. সাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ
১৭. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় কেন?
ক. জাপানের ভারত আক্রমণের আশঙ্কায়
খ. বেঙ্গল প্যাক্টের অবসানের কারণে
গ. দুর্ভিক্ষের কারণে
ঘ. সরকারের নির্যাতনের কারণে
১৮. স্বরাজ দলের নেতা কে ছিলেন?
ক. সুভাস চন্দ্র বসু খ. আব্দুল করিম
গ. আকরাম খাঁ ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তর : ১.খ, ২.ক, ৩.ক, ৪.খ, ৫.গ, ৬.খ, ৭.গ, ৮.খ,
৯.খ, ১০.ঘ, ১১.ক, ১২.ঘ, ১৩.খ, ১৪.খ, ১৫.ক, ১৬.গ, ১৭.ঘ, ১৮.ঘ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023