এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি, বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
০২ মার্চ ২০২৩, ১৮:৩৮:৫২ | অনলাইন সংস্করণ
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১. বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজার খ. পাঁচ হাজারের ওপর
√গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর
২. ভাষার মূল উপাদান কী?
ক. অক্ষর √খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. শব্দ
৩. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক. ঙ, ঞ, ম √খ. ঃ, ং, ঁ
গ. জ, য, ৎ ঘ. শ, ষ, স
৪. শ. ষ. স . হ- এ চারটি বর্ণের নাম কী?
√ক. উষ্ম বর্ণ খ. বর্গীয় বর্ণ
গ. কণ্ঠ্য বর্ণ ঘ. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
৫. ‘কবাট>কপাট’, ধোবা>ধোপা কিসের উদাহরণ?
ক. দ্বিত্ব ব্যঞ্জন √খ. ব্যঞ্জন বিকৃতি
গ. সুর বিকৃতি ঘ. স্বরভঙ্গি
৬. কোন বানানটি শুদ্ধ?
ক. মাষ্টার চখ. পোশাক
গ. জিনিষ ঘ. পোষ্ট অফিস
৭. মূর্ধন্য শিস ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ল্ম √খ. ষ্ঠ গ. ষ্ট ঘ. ঞ
৮. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. মজুরানী খ. ঠাকুরন
√গ. সৎমা ঘ. মলিনী
৯. আধিক্য বুঝাতে বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার কোনটি?
√ক. রাশি রাশি ধান খ. কাল কাল মেঘ
গ. ঝির ঝির বাতাস ঘ. উড়ু উড়ু মন
১০. অঙ্কবাচক সংখ্যা কোনটি?
√ক. ৯ খ. ষষ্ঠ গ. সপ্তম ঘ. আটই
১১. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক. পাল ও পুঞ্জ খ. যূথ ও মালা
√গ. পাল ও যূথ ঘ. নিকর ও রাজি
১২. ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. রূঢ়ি শব্দ √খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
১৩. “মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ!”- এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা খ. বিরক্তি
গ. সম্মতি √ঘ. উচ্ছ্বাস
১৪. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
ক. বাক্যালঙ্কার অব্যয় খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুকার অব্যয় √ঘ. অনুসর্গ অব্যয়
১৫. কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়াবিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
ক. দ্বিকর্মক ক্রিয়া খ. মিশ্র ক্রিয়া
√গ. নামধাতুর ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
সংবিধান
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১। রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নিয়মাবলি রয়েছে, এদের সমষ্টিকে কী বলে?
ক) মূলনীতি খ) আইন গ) সংবিধান ঘ) দলিল
২। কোনটি রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ?
ক) জনগণ খ) সংবিধান গ) অর্থনীতি ঘ) সার্বভৌমত্ব
৩। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার-
ক) মৌলিক দলিল খ) গৌণ বিষয়
গ) আপেক্ষিক বিষয় ঘ) ক্ষুদ্র বিষয়
৪। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
ক) জ্যাঁ জ্যাক রুশো খ) ডারউইন
গ) জন রে ঘ) এরিস্টটল
৫। কত সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ প্রণয়ন করা হয়?
ক) ১২০৫ খ) ১২১৫ গ) ১২৫০ ঘ) ১২৫৭
৬। ইংল্যান্ডের কোন রাজা ১২১৫ সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ স্বাক্ষরে বাধ্য হন?
ক) রাজা জন খ) রবার্ট ব্রুশ
গ) রাজা হেরাল্ড ঘ) রবিনসন
৭। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
ক) ১৯৮২ খ) ১৯৮০ গ) ১৯৭৪ ঘ) ১৯৭২
৮। বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ-আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
৯। কোন দেশের সংবিধান বিপ্লবের দ্বারা তৈরি হয়েছে?
i) রাশিয়া ii) কিউবা iii) চীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ব্রিটেনের সংবিধান কীভাবে গড়ে উঠেছে?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ-আলোচনার মাধ্যমে ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
১১। আলাপ-অলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয়েছে-
i) ভারতে ii) যুক্তরাষ্ট্রে iii) যুক্তরাজ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৩। সংশোধনের ভিত্তিতে সংবিধান কয় প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৪। কোনটি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য?
ক) প্রগতির সহায়ক খ) জরুরি প্রয়োজনে সহায়ক
গ) সুস্পষ্টতা ঘ) বিপ্লবের সম্ভাবনা কম
১৫। কোন দেশে অলিখিত সংবিধান প্রচলিত রয়েছে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ভারত ঘ) বাংলাদেশ
১৬। কোনটি দুষ্পরিবর্তনীয় সংবিধানে পরিচালিত দেশ?
ক) চীন খ) সৌদি আরব
গ) বাংলাদেশ ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
১৭। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
ক) ২২ খ) ২৪ গ) ৩৪ ঘ) ৪০
১৮। ১৯৭২ সালের কত তারিখ থেকে বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে কার্যকর হয়?
ক) ১৬ ডিসেম্বর খ) ৪ নভেম্বর
গ) ১৯ অক্টোবর ঘ) ১৭ এপ্রিল
১৯। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক) ১৫২ খ) ১৫৩ গ) ১৫৪ ঘ) ১৫৫
২০। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগে বিভক্ত?
ক) ৮টি খ) ১০টি গ) ১১টি ঘ) ১৫টি
২১। কত বছর বয়স থেকে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন?
ক) ১৫ খ) ১৭ গ) ১৮ ঘ) ২০
২২। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দশ
২৩। কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য-
i) সুস্পষ্ট ii) সংক্ষিপ্ত iii) জনকল্যাণকামী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ ) i, ii ও iii
২৪। বর্তমানে জাতীয় সংসদ কত জন সদস্য নিয়ে গঠিত?
ক) ৩০০ খ) ৩৫০ গ) ৩৭০ ঘ) ৩৮০
২৫। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী রয়েছে?
ক) ২০টি খ) ১৮টি গ) ১৬টি ঘ) ১৫টি
উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি, বাংলা দ্বিতীয়পত্র
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১. বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজার খ. পাঁচ হাজারের ওপর
√গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর
২. ভাষার মূল উপাদান কী?
ক. অক্ষর √খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. শব্দ
৩. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক. ঙ, ঞ, ম √খ. ঃ, ং, ঁ
গ. জ, য, ৎ ঘ. শ, ষ, স
৪. শ. ষ. স . হ- এ চারটি বর্ণের নাম কী?
√ক. উষ্ম বর্ণ খ. বর্গীয় বর্ণ
গ. কণ্ঠ্য বর্ণ ঘ. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
৫. ‘কবাট>কপাট’, ধোবা>ধোপা কিসের উদাহরণ?
ক. দ্বিত্ব ব্যঞ্জন √খ. ব্যঞ্জন বিকৃতি
গ. সুর বিকৃতি ঘ. স্বরভঙ্গি
৬. কোন বানানটি শুদ্ধ?
ক. মাষ্টার চখ. পোশাক
গ. জিনিষ ঘ. পোষ্ট অফিস
৭. মূর্ধন্য শিস ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ল্ম √খ. ষ্ঠ গ. ষ্ট ঘ. ঞ
৮. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. মজুরানী খ. ঠাকুরন
√গ. সৎমা ঘ. মলিনী
৯. আধিক্য বুঝাতে বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার কোনটি?
√ক. রাশি রাশি ধান খ. কাল কাল মেঘ
গ. ঝির ঝির বাতাস ঘ. উড়ু উড়ু মন
১০. অঙ্কবাচক সংখ্যা কোনটি?
√ক. ৯ খ. ষষ্ঠ গ. সপ্তম ঘ. আটই
১১. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক. পাল ও পুঞ্জ খ. যূথ ও মালা
√গ. পাল ও যূথ ঘ. নিকর ও রাজি
১২. ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. রূঢ়ি শব্দ √খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
১৩. “মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ!”- এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা খ. বিরক্তি
গ. সম্মতি √ঘ. উচ্ছ্বাস
১৪. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
ক. বাক্যালঙ্কার অব্যয় খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুকার অব্যয় √ঘ. অনুসর্গ অব্যয়
১৫. কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়াবিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
ক. দ্বিকর্মক ক্রিয়া খ. মিশ্র ক্রিয়া
√গ. নামধাতুর ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
সংবিধান
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১। রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নিয়মাবলি রয়েছে, এদের সমষ্টিকে কী বলে?
ক) মূলনীতি খ) আইন গ) সংবিধান ঘ) দলিল
২। কোনটি রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ?
ক) জনগণ খ) সংবিধান গ) অর্থনীতি ঘ) সার্বভৌমত্ব
৩। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার-
ক) মৌলিক দলিল খ) গৌণ বিষয়
গ) আপেক্ষিক বিষয় ঘ) ক্ষুদ্র বিষয়
৪। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
ক) জ্যাঁ জ্যাক রুশো খ) ডারউইন
গ) জন রে ঘ) এরিস্টটল
৫। কত সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ প্রণয়ন করা হয়?
ক) ১২০৫ খ) ১২১৫ গ) ১২৫০ ঘ) ১২৫৭
৬। ইংল্যান্ডের কোন রাজা ১২১৫ সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ স্বাক্ষরে বাধ্য হন?
ক) রাজা জন খ) রবার্ট ব্রুশ
গ) রাজা হেরাল্ড ঘ) রবিনসন
৭। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
ক) ১৯৮২ খ) ১৯৮০ গ) ১৯৭৪ ঘ) ১৯৭২
৮। বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ-আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
৯। কোন দেশের সংবিধান বিপ্লবের দ্বারা তৈরি হয়েছে?
i) রাশিয়া ii) কিউবা iii) চীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ব্রিটেনের সংবিধান কীভাবে গড়ে উঠেছে?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ-আলোচনার মাধ্যমে ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
১১। আলাপ-অলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয়েছে-
i) ভারতে ii) যুক্তরাষ্ট্রে iii) যুক্তরাজ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৩। সংশোধনের ভিত্তিতে সংবিধান কয় প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৪। কোনটি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য?
ক) প্রগতির সহায়ক খ) জরুরি প্রয়োজনে সহায়ক
গ) সুস্পষ্টতা ঘ) বিপ্লবের সম্ভাবনা কম
১৫। কোন দেশে অলিখিত সংবিধান প্রচলিত রয়েছে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ভারত ঘ) বাংলাদেশ
১৬। কোনটি দুষ্পরিবর্তনীয় সংবিধানে পরিচালিত দেশ?
ক) চীন খ) সৌদি আরব
গ) বাংলাদেশ ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
১৭। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
ক) ২২ খ) ২৪ গ) ৩৪ ঘ) ৪০
১৮। ১৯৭২ সালের কত তারিখ থেকে বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে কার্যকর হয়?
ক) ১৬ ডিসেম্বর খ) ৪ নভেম্বর
গ) ১৯ অক্টোবর ঘ) ১৭ এপ্রিল
১৯। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক) ১৫২ খ) ১৫৩ গ) ১৫৪ ঘ) ১৫৫
২০। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগে বিভক্ত?
ক) ৮টি খ) ১০টি গ) ১১টি ঘ) ১৫টি
২১। কত বছর বয়স থেকে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন?
ক) ১৫ খ) ১৭ গ) ১৮ ঘ) ২০
২২। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দশ
২৩। কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য-
i) সুস্পষ্ট ii) সংক্ষিপ্ত iii) জনকল্যাণকামী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ ) i, ii ও iii
২৪। বর্তমানে জাতীয় সংসদ কত জন সদস্য নিয়ে গঠিত?
ক) ৩০০ খ) ৩৫০ গ) ৩৭০ ঘ) ৩৮০
২৫। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী রয়েছে?
ক) ২০টি খ) ১৮টি গ) ১৬টি ঘ) ১৫টি
উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ।