ছাত্রলীগের সিরিজ অপকর্মের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাবি প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ২৩:০৪:০৯ | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা, প্রলয় গ্যাংয়ের উদ্ভব ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সিরিজ অপকর্মের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্জন হলে গিয়ে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ (এফএইচ), মাসুম বিল্লাহ (এফআর), তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সুপ্রিয় দাস শান্ত, নাজমুস সাকিব, সৈকত মোর্শেদ, মাহবুব আলম শাহিন, আজিজুল হক, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ খান, বিভিন্ন হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেড় শতাধিক নেতাকর্মী।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোনো গ্যাংস্টার সংস্কৃতির জন্ম হয়নি; কিন্তু ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই গ্যাং সংস্কৃতির জন্ম দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিগত ১৫ বছর যাবত তাদের পেশিশক্তির মাধ্যমে সব অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের এসব অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন হচ্ছে প্রলয় গ্যাং, যা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল।
ছাত্রলীগ তাদের অতীত ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, মাদক ব্যাবসা ইত্যাদি কর্মকাণ্ডের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ঘৃণ্য সংগঠনে পরিণত হয়েছে।
এ সময় আরিফুল ইসলাম ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচিরেই সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছাত্রলীগের সিরিজ অপকর্মের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা, প্রলয় গ্যাংয়ের উদ্ভব ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সিরিজ অপকর্মের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্জন হলে গিয়ে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ (এফএইচ), মাসুম বিল্লাহ (এফআর), তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সুপ্রিয় দাস শান্ত, নাজমুস সাকিব, সৈকত মোর্শেদ, মাহবুব আলম শাহিন, আজিজুল হক, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ খান, বিভিন্ন হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেড় শতাধিক নেতাকর্মী।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোনো গ্যাংস্টার সংস্কৃতির জন্ম হয়নি; কিন্তু ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই গ্যাং সংস্কৃতির জন্ম দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিগত ১৫ বছর যাবত তাদের পেশিশক্তির মাধ্যমে সব অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের এসব অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন হচ্ছে প্রলয় গ্যাং, যা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল।
ছাত্রলীগ তাদের অতীত ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, মাদক ব্যাবসা ইত্যাদি কর্মকাণ্ডের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ঘৃণ্য সংগঠনে পরিণত হয়েছে।
এ সময় আরিফুল ইসলাম ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচিরেই সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।