ঢাবি নীল দল

চাঁদের বক্তব্য বিএনপির দলীয় পরিকল্পনার অংশ: ৪৯১ শিক্ষকের বিবৃতি

 ঢাবি প্রতিনিধি 
২৪ মে ২০২৩, ১০:১২ পিএম  |  অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষকদের সংগঠন নীল দল। 

এক বিবৃতিতে সংগঠনটি বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বুধবার পাঠানো ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ-ইনস্টিটিউটের ৪৯১ জন শিক্ষকের স্বাক্ষর রয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার তিন দিন অতিবাহিত হলেও বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের দুঃখ প্রকাশ করা হয়নি। এর মাধ্যমে প্রমাণিত হয়, আবু সাঈদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি শুধু তার একার নয়। সেটি পক্ষান্তরে বিএনপির দলীয় পরিকল্পনার অংশ। জন্মলগ্ন থেকে বিএনপি হত্যা, ক্যু ও ষড়যন্ত্রে জড়িত। দলটি হত্যার রাজনীতি পরিহার করেনি; বরং হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার অপচেষ্টা অব্যাহত রেখেছে। বিএনপি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাসের মাধ্যমে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখলের অপচেষ্টা চালিয়েছিল বিএনপি। তাদের সেই হত্যা ও ধ্বংসযজ্ঞের অপরাজনীতি এখনও চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে দ্রুতগতিতে সামনে এগিয়ে যাচ্ছে। এটা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। তাই তারা যে কোনোভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চায়।

বিবৃতিতে বিএনপির দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা-ক্যুর রাজনীতিকে শক্ত হাতে প্রতিহত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন