৭ দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রথমে ঢাকা কলেজের সামনে মানববন্ধন হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে ইডেন কলেজের সামনে হাজির হন তারা। দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করে। বাকি শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।
যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন-প্রমোটেড, তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ তিন মাস (৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।
সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা, কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে। একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সব বিষয়ে পাশ করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন-প্রমোটেড হচ্ছে। সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমরা আমাদের দাবিসমূহ সাত কলেজের সমন্বয়কের স্বাক্ষরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে জমা দিতে গিয়েছিলাম। সেখানে আমাদের দাবিগুলো তারা দেখেইনি। আমরা আমাদের যৌক্তিক দাবি কার কাছে জানাব? আমাদের কি কোনো অভিভাবক নেই? এজন্য বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি।
৭ দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
২৫ মে ২০২৩, ২২:০২:৫৮ | অনলাইন সংস্করণ
সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রথমে ঢাকা কলেজের সামনে মানববন্ধন হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে ইডেন কলেজের সামনে হাজির হন তারা। দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করে। বাকি শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।
যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন-প্রমোটেড, তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ তিন মাস (৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।
সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা, কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে। একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সব বিষয়ে পাশ করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন-প্রমোটেড হচ্ছে। সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমরা আমাদের দাবিসমূহ সাত কলেজের সমন্বয়কের স্বাক্ষরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে জমা দিতে গিয়েছিলাম। সেখানে আমাদের দাবিগুলো তারা দেখেইনি। আমরা আমাদের যৌক্তিক দাবি কার কাছে জানাব? আমাদের কি কোনো অভিভাবক নেই? এজন্য বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023