ভর্তি পরীক্ষায় প্রক্সি অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের মানবিক অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. স্বপন হোসাইনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সে ওই পরীক্ষায় গ্রুপ-১ এর ২৪০৯৬ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষা দিচ্ছিল।'
এর আগে গত ৩০ মে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে অনুষ্ঠিত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা, ছাত্রলীগ নেতা, ঢাবি ও রাবি শিক্ষার্থীসহ ৭ জনকে প্রক্সি অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষায় প্রক্সি অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার
রাবি প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ২১:২৩:৫০ | অনলাইন সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের মানবিক অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. স্বপন হোসাইনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সে ওই পরীক্ষায় গ্রুপ-১ এর ২৪০৯৬ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষা দিচ্ছিল।'
এর আগে গত ৩০ মে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে অনুষ্ঠিত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা, ছাত্রলীগ নেতা, ঢাবি ও রাবি শিক্ষার্থীসহ ৭ জনকে প্রক্সি অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023