রাবিতে ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আবিদ, সম্পাদক অভি

 রাবি প্রতিনিধি 
০৮ জুন ২০২৩, ০২:৩৯ পিএম  |  অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আবিদ হাসানকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের কামরুল হাসান অভিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি জুলিয়া আক্তার মিশু, ইয়ামিন হোসাইন আরিফ, তীর্ণ পাল; যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, কোষাধ্যক্ষ মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক নকিবুল ইসলাম, ইউসুফ শরিফ, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান।

প্রকাশনা সম্পাদক অরিন্দম গোলদার, ক্রীড়াবিষয়ক সম্পাদক ছাত্রীবিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, জেবুন জাহান নাশিতা; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাওসার আহাম্মেদ, সমাজসেবাবিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম। এ ছাড়া কার্যনিবাহী সদস্য মেহেদি হাসান, জুলকারনাইন, তানজিম, বিজয় বি কৃষ্ণ দাস।


 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন