প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবারও নেওয়া হবে

 যুগান্তর প্রতিবেদন 
১৮ জুন ২০২৩, ০৯:২৩ পিএম  |  অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবারও নেওয়া হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। 

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে মাঠপর্যায়ের শিক্ষা প্রশাসনে। তাতে পরীক্ষা প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ডিপিই সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, একটি স্কুল থেকে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। 

গত বছর বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে দুই ঘণ্টা সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার এখন পর্যন্ত বিষয় ঠিক হয়নি। তবে এই চারটি থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন