রাজশাহী ব্যুরো ১৩ আগস্ট ২০১৮, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে।
এদিকে আবাসিক হলগুলো ১৭ আগস্ট শুক্রবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের খালি করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ২ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিস ১৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। ৩ তারিখ থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯