গুচ্ছ পদ্ধতির ভর্তিতে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তহীনতায়
যুগান্তর রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৮:৪৬:২৫ | অনলাইন সংস্করণ
কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে দ্বিমত অবস্থানের কারণে আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদিও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মতি জানিয়েছে তারা।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বুধবার দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাদের মনোনীত প্রতিনিধিরা এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নেন। এগুলো হল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় অংশ নেন বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, রুয়েটের উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ ও কুয়েটের উপাচার্য কাজী সাজ্জাদ হোসেন প্রমুখ।
এছাড়াও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বুয়েটের তিনজন অধ্যাপকও যুক্ত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এই চারটি বিশ্ববিদ্যালয় নীতিগতভাবে একমত পোষণ করেছে। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও মত রয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেয়া সিদ্ধান্তের বিষয়ে অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসিতে পাঠাবে। সেটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে চলতি মাসের শুরুতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবার থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যুক্ত হয়।
উল্লেখ্য, কৃষিবিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ে গত বছর স্নাতক শ্রেণিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশে বর্তমানে ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে ৩৯টিতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গুচ্ছ পদ্ধতির ভর্তিতে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তহীনতায়
কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে দ্বিমত অবস্থানের কারণে আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদিও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মতি জানিয়েছে তারা।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বুধবার দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাদের মনোনীত প্রতিনিধিরা এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নেন। এগুলো হল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় অংশ নেন বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, রুয়েটের উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ ও কুয়েটের উপাচার্য কাজী সাজ্জাদ হোসেন প্রমুখ।
এছাড়াও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বুয়েটের তিনজন অধ্যাপকও যুক্ত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এই চারটি বিশ্ববিদ্যালয় নীতিগতভাবে একমত পোষণ করেছে। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও মত রয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেয়া সিদ্ধান্তের বিষয়ে অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসিতে পাঠাবে। সেটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে চলতি মাসের শুরুতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবার থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যুক্ত হয়।
উল্লেখ্য, কৃষিবিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ে গত বছর স্নাতক শ্রেণিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশে বর্তমানে ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে ৩৯টিতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।