অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’
jugantor
অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’

  যুগান্তর ডেস্ক  

০২ ডিসেম্বর ২০১৯, ২৩:৪০:১৯  |  অনলাইন সংস্করণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’।

আগামী বৃহস্পতিবার থেকে ৪ দিনব্যাপী এই ফেস্টের সার্বিক আয়োজন করছে এআইইউবি কম্পিউটার ক্লাব এবং প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গিগাবাইট।

৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

তৃতীয়বারের মতো আয়োজিত এবারের প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় গেম - ফিফা ২০, রেসিং গেম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, টিম গেম সিএসঃগো, ডোটা ২, পাবজি মোবাইল (টিম এবং একা) এবং এ বছর আরও থাকছে ভার্চুয়াল রিয়ালিটি গেম বিট সেবারের মতো জনপ্রিয় গেমগুলো।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.cgf.aiubcc.org লিংকে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’

 যুগান্তর ডেস্ক 
০২ ডিসেম্বর ২০১৯, ১১:৪০ পিএম  |  অনলাইন সংস্করণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’। 

আগামী বৃহস্পতিবার থেকে ৪ দিনব্যাপী এই ফেস্টের সার্বিক আয়োজন করছে এআইইউবি কম্পিউটার ক্লাব এবং প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গিগাবাইট। 

৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং  বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। 

তৃতীয়বারের মতো আয়োজিত এবারের প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় গেম - ফিফা ২০, রেসিং গেম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, টিম গেম সিএসঃগো, ডোটা ২, পাবজি মোবাইল (টিম এবং একা) এবং এ বছর আরও থাকছে ভার্চুয়াল রিয়ালিটি গেম বিট সেবারের মতো জনপ্রিয় গেমগুলো। 

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.cgf.aiubcc.org লিংকে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন