রেলের মালামাল চুরির অভিযোগ রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে
jugantor
রেলের মালামাল চুরির অভিযোগ রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

  রাবি প্রতিনিধি  

১৪ মার্চ ২০২৩, ০০:১৪:২৮  |  অনলাইন সংস্করণ

রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে রেললাইন থেকে রেলের মালামাল চুরির অভিযোগ এনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে সোমবার জিআরপি থানায় এ মামলা করেন।

মামলাটি নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা কেটে দেন।

মামলার এজাহারে বলা হয়, রোববার সন্ধ্যায় রাবির চারুকলা গেটের অদূরে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে আগুন লাগিয়ে দেয়। গুমটি ঘরের জানালা ভাঙচুর করে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ ও একটি স্টিল স্লিপার চুরির ঘটনা ঘটে। তিনটি কাঠের স্লিপার নষ্ট করে দেওয়া হয়।

এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রাবি শিক্ষার্থীদের সঙ্গে বগুড়াগামী মোহাম্মদ পরিবহণের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর দায় বাস শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি। রোববার বিকালে এক সাধারণ সভা শেষে এই মানববন্ধনের ঘোষণা দেয় সংগঠনটি।

মানববন্ধন শেষে বিনোদপুর ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে জেলা প্রশাসক, রাসিক মেয়র, রাবি উপাচার্য, পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মামলা প্রত্যাহারের দাবিও জানানো হবে বলে জানা গেছে।

রেলের মালামাল চুরির অভিযোগ রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

 রাবি প্রতিনিধি 
১৪ মার্চ ২০২৩, ১২:১৪ এএম  |  অনলাইন সংস্করণ
রাজশাহী
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে রেললাইন থেকে রেলের মালামাল চুরির অভিযোগ এনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে সোমবার জিআরপি থানায় এ মামলা করেন।

মামলাটি নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা কেটে দেন।

মামলার এজাহারে বলা হয়, রোববার সন্ধ্যায় রাবির চারুকলা গেটের অদূরে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে আগুন লাগিয়ে দেয়। গুমটি ঘরের জানালা ভাঙচুর করে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ ও একটি স্টিল স্লিপার চুরির ঘটনা ঘটে। তিনটি কাঠের স্লিপার নষ্ট করে দেওয়া হয়।

এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রাবি শিক্ষার্থীদের সঙ্গে বগুড়াগামী মোহাম্মদ পরিবহণের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর দায় বাস শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার  প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি। রোববার বিকালে এক সাধারণ সভা শেষে এই মানববন্ধনের ঘোষণা দেয় সংগঠনটি। 

মানববন্ধন শেষে বিনোদপুর ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা ও অগ্নিসংযোগকারীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে জেলা প্রশাসক, রাসিক মেয়র, রাবি উপাচার্য, পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মামলা প্রত্যাহারের দাবিও জানানো হবে বলে জানা গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন